মানুষ নয়, এবার টিকা দেওয়া হওয়া হবে মৌমাছিদের

মৌমাছি

আন্তর্জাতিক ডেস্ক: টিকাকরণ সাধারণভাবে মানুষের মধ্যে সবচেয়ে বেশি প্রচলিত। আবার গৃহপালিত অনেক পশুরও টিকাকরণ হয়। যেটা শোনা যায়নি তা হল পতঙ্গদের টিকাকরণ। এবার সেই প্রায় সকলের চেনা এক পতঙ্গের টিকাকরণের অনুমতিও মিলল। তবে এর পিছনে মানুষের সুবিধার একটা যোগ রয়েছে।

সাধারণভাবে এই পতঙ্গগুলি পরাগমিলনের কাজটি করে দেয়। ফলে তা যে কোনও ফলনে উপকারি ভূমিকা নেয়। আবার এক সুসম তরলের যোগানও দাঁড়িয়ে আছে এ পতঙ্গের ওপর। মৌমাছিদের হাত ধরে সেই মধু শিশু থেকে বৃদ্ধ, সকলের জন্য এক স্বাস্থ্যকর খাদ্যের যোগান দিচ্ছে।

সেই মৌমাছিরা আমেরিকায় এক ব্যাকটেরিয়া জনিত রোগের কোপে পড়ছে। একবার তাতে আক্রান্ত হলে মৌচাকে থাকা প্রায় সব মৌমাছি আক্রান্ত হচ্ছে এবং তাদের অকাল মৃত্যু হচ্ছে।
মৌমাছি
আমেরিকায় মধু উৎপাদন থেকে পরাগ মিলন সবই নির্ভর করে মৌমাছির ওপর। মৌমাছিরা এখন ফাউলব্রুড রোগে আক্রান্ত হচ্ছে। তাই তাদের রক্ষা করতে ইউএস ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার একটি টিকার অনুমোদন দিয়ে দিল।

টিকাটি দেওয়া হলে মৌমাছিরা ফাউলব্রুড রোগ থেকে রেহাই পাবে। ডায়মন্ড অ্যানিম্যাল হেলথ কোম্পানি নামে একটি সংস্থা এই টিকা তৈরি করেছে।

টিকাটি কিন্তু মানুষের মত সিরিঞ্জে করে শরীরে প্রবেশ করাতে হয়না। এটি যে শ্রমিক মৌমাছিরা রয়েছে তাদের খাবারের সঙ্গে মিশিয়ে দেওয়া হবে। যা তারা খেলে তাদের দেহে আপনা থেকেই প্রবেশ করবে প্রতিষেধক।

এই টিকাটি আবিষ্কার একটা যুগান্তকারী পদক্ষেপ হিসাবে দেখছেন বিশেষজ্ঞেরা। কারণ এই ফাউলব্রুড রোগ মৌমাছি সাম্রাজ্যকে উজাড় করে দিতে পারে। লক্ষ লক্ষ মৌমাছির মৃত্যু ঘটাতে পারে। তা থেকে মৌমাছিরা রক্ষা পাবে এই টিকা দিতে পারলে।

‘আধুনিক ইতিহাসে সবচেয়ে বেশি সম্পদ হারানো ব্যক্তির রেকর্ড গড়লেন ইলন মাস্ক’