Close Menu
Bangla news
    Facebook X (Twitter) Instagram
    Bangla news
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • শিক্ষা
    • আরও
      • লাইফস্টাইল
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • বিভাগীয় সংবাদ
      • স্বাস্থ্য
      • অন্যরকম খবর
      • অপরাধ-দুর্নীতি
      • পজিটিভ বাংলাদেশ
      • আইন-আদালত
      • ট্র্যাভেল
      • প্রশ্ন ও উত্তর
      • প্রবাসী খবর
      • আজকের রাশিফল
      • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
      • ইতিহাস
      • ক্যাম্পাস
      • ক্যারিয়ার ভাবনা
      • Jobs
      • লাইফ হ্যাকস
      • জমিজমা সংক্রান্ত
    • English
    Bangla news
    Home মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও’
    শিক্ষা শিল্প ও সাহিত্য

    মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও’

    mohammadSeptember 6, 20194 Mins Read
    Advertisement

    জুমবাংলা ডেস্ক : এক সাক্ষাৎকারে উপন্যাসিক বুদ্ধদেব গুহ এ রকমটি বলেছিলেন, ‘সত্যজিৎ রায় তার প্রতিভা চলচ্চিত্র নির্মাণের মধ্যেই সীমাবদ্ধ রেখেছিলেন, মাঝে মধ্যে কিছু সাহিত্য লিখতেন। অথচ সাহিত্যিক হিসেবে তিনি আরও অনেক কালজয়ী রচনা লিখে যেতে পারতেন, সে ক্ষমতা ও প্রতিভা সত্যজিৎ রায়ের ছিলো। কিন্তু পারেননি তার অন্যতম কারণ তার জীবনযাত্রা ছিলো কিছু নির্দিষ্ট সীমানার মধ্যে আবদ্ধ। সত্যজিৎ রায় সমাজের সাধারণ মানুষের সঙ্গে মিশতেন না… যা একজন সাহিত্য রচয়িতার জন্য অপরিহার্য।’ ‘মাধুকরী’ কিংবা ‘কোজাগরে’র লেখক বুদ্ধদেব গুহের এ কথাটি আমাকেও ভাবিয়ে তুলেছে। যেকোনো সৃষ্টিশীল মানুষকে তার সময়ের ভাবনা ও সমাজের চালচিত্রকে তুলে ধরতে হয় সৃষ্টির মাধ্যমে। লেখক-সাহিত্যিক-কবি-চিত্রশিল্পী সবাই তার সময়ের বিবেক বা ধারাবর্ণনাকারী মাত্র। সমসাময়িক ঘটনা সৃজনশীলভাবে প্রকাশ করাই তাদের কাজ। আর এ কাজটুকু করতে গিয়ে অনেক সময় অতীতের সঙ্গে বর্তমান ও আগামীর এক সেতুবন্ধনের প্রচেষ্টাও থাকে। এ চেষ্টা বা প্রচেষ্টার সার্থকতার উপরই নির্ভর করে সৃষ্টির উৎকর্ষতা। তাই যেকোনো সৃষ্টির পেছনে সময় এবং সময়ের ধারক-বাহক মানুষের উপস্থিতিই প্রধান। তাই বিচিত্র মানুষকে না-জেনে বহুমুখী সাহিত্য সৃষ্টি সম্ভব নয়।

    যারা বুদ্ধদেব গুহর ‘মাধুকরী’ উপন্যাসটি পড়েছেন, তারা জানেন আমাদের চারপাশে মিশে থাকা কতো ধরনের মানুষের বসবাস। অথচ তারা কেমন লোকচক্ষুর অন্তরালেই পড়ে আছেন। বুদ্ধদেব গুহ কী নিপুণ দক্ষতায় এসব মানুষের বিচিত্রতর জীবনের বিচিত্ররূপ তুলে ধরেছেন। পেশার জন্যই বুদ্ধদেব গুহকে নানা পেশা ও নানা নেশার মানুষের সঙ্গে মিশতে হয়েছে বলেই এমন দক্ষতার সঙ্গে চরিত্রগুলো বর্ণনা

    করতে পেরেছেন। বুদ্ধদেব গুহের কথাতেই জানা যায় একটি ঘটনার। একবার মফস্বলের এক কাঠের আড়তের মালিক, যিনি বুদ্ধদেব গুহের মক্কেল, এসে তাকে বললেন, ‘বাবু বলেন তো, কে আপনাকে আপনার বইগুলো লিখে দেন?’ বুদ্ধদেব বাবু বললেন, ‘কেন তাকে দিয়ে আপনার কী দরকার?’ ভদ্রলোক বললেন, ‘পাড়ার পূজোয় আমাকে ভাষণ দিতে ধরেছে, ভাবছি যিনি আপনার বইগুলো লিখে দেন, যতো টাকাই লাগুক তাকে দিয়েই আমার ভাষণটা লিখিয়ে নেবো’। বুদ্ধদেব গুহ মন্তব্য করেছেন, ‘বুঝুন, এ রকম বিচিত্র ধরনের মানুষের সঙ্গেই আমাকে মেলামেশা করতে হয়। আর তাই আমার উপন্যাসের চরিত্রগুলোতেও এ রকম বিচিত্র মানুষের সমাবেশ’। শুধু বুদ্ধদেব গুহ কেন, সব বিখ্যাত লেখক-কবি-সাহিত্যিকের ব্যক্তিগত অভিজ্ঞতালব্ধ কাহিনিই তাদের সৃষ্ট মহত্ত্বতম রচনা। কিন্তু অধিকাংশ পাঠকই চরিত্রের সঙ্গে লেখকের সাযুজ্য টানতে পারেন না। সেখানে সৃ ষ্টার উপস্থিতি থাকে পেছনে।

    একটি কথা অনেক সময় আমাকে ভাবিয়ে তোলে, গল্প-উপন্যাস-কবিতা লিখতে পাঠ্যাভাসের চেয়েও হয়তো বেশি দরকার চারপাশকে পর্যবেক্ষণ করার ক্ষমতা। সমসাময়িক সাহিত্য পড়ার চেয়ে সমসাময়িক সমাজ, মানুষ, প্রকৃতি পড়ার গুরুত্ব কোনো অংশেই কম নয়। মানুষ প্রতিদিন বদলায় । প্রতিমুহূর্তে বদলায়। যে মানুষটি ঘর থেকে বের হয়ে আবার ঘরে ঢুকে সে মানুষটি কি একই মানুষ? দীর্ঘ বছর আগে দেখা দেশ-মানুষ-মাটিকে যদি সেরকমভাবেই দেখতে চাই সেটাও কি সম্ভব? এই চলে যাওয়া বছরে কতোটা বদলে গেছে পৃথিবী। মানুষ বদলে গেছে। জনপদ বদলে গেছে। মানুষের বিশ্বাস বদলে গেছে। নিজের অক্ষমতাকে সীমাবদ্ধতার আক্ষেপের জালে জড়িয়ে বলি, দীর্ঘদিন দেশের বাইরে বাস করে দেশের সাহিত্য-সংস্কৃতি নিয়ে লেখার প্রচেষ্টা কতোটুকু সময়কে তুলে আনা আর কতোটুকু বিহগদৃষ্টিতে দূর থেকে দেখা… সে প্রশ্ন থেকেই যায়। কেননা দশকের ব্যবধানে ও প্রযুক্তির অগ্রগতিতে সময় বদলে গেছে, বদলে গেছে মানুষ, বদলে গেছে মানুষের জীবনযাপন, বদলে গেছে জীবনের টানাপড়েনও।

    ভাষাবিজ্ঞানীরা বলেন, ভাষাও নাকি অনেকটা বদলে যায় সমাজের অনেক পরিবর্তনের সঙ্গে সঙ্গে। আর লেখক-কবি-সাহিত্যিকের কাজকারবার যেখানে ভাষাকে নিয়েই, সেখানে যথা-উপযুক্ত শব্দটি যদি প্রয়োগ না হয়, তবে সে অপ্রচলিত কিংবা অতীতে প্রচলিত শব্দ দিয়ে নতুন প্রজন্মের হৃদয়-ছোঁয়া কতোটুকু সম্ভব? মাটি থেকে পা তুলে মাটির বর্ণনা সে শুধু অতীতের স্মৃতিচারণই নয় কি? মাটির বর্ণনা তো আর শূন্যে বাস করে করা সম্ভব নয়। মানুষের জীবনকে শিল্প-সাহিত্য-গানে তুলে আনতে হলে তাই মানুষের সঙ্গে মিশে যেতে হয়। অথচ আমরা ক্রমশ মানুষকেই দূরে সরিয়ে দিচ্ছি। কিংবা প্রতিদিনের প্রযুক্তি মানুষ থেকে দূরে ঠেলে সরিয়ে আমাদের ক্রমশ করে ফেলছে বৃত্তবন্দি। সামাজিক যোগাযোগ মাধ্যম মানুষের সঙ্গে মানুষের যোগাযোগ কতোটুকু করিয়ে দিচ্ছে, কীভাবে করিয়ে দিচ্ছে, আজ সমাজবিজ্ঞানীরা সে নিয়েও ব্যাপকভাবে উৎকণ্ঠিত।

    কবি শক্তি চট্রোপাধ্যায় অনেক আগে তার কবিতায় লিখেছিলেন :‘মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও/এসে দাঁড়াও, ভেসে দাঁড়াও এবং ভালোবেসে দাঁড়াও/মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও’। লেখক : কলামিস্ট ও প্রকৌশলী

    জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
    ‘ও একলা এসে তাহার তুমি দাঁড়াও’, পাশে বড় মানুষ শিক্ষা শিল্প সাহিত্য
    Related Posts
    Head Master

    আমার বিদ্যালয় থেকে বঙ্গবন্ধুর ছবি সরাবো না: প্রধান শিক্ষক

    August 3, 2025
    KU

    একদফা দাবিতে কুবি প্রশাসনিক ভবনে তালা, আন্দোলনে ফার্মেসী বিভাগের শিক্ষার্থীরা

    August 3, 2025
    Milestone

    মাইলস্টোনে দোয়া মাহফিল, কাঁদলেন স্বজনরা

    August 3, 2025
    সর্বশেষ খবর
    speaker-dance

    বন্ধুর মরদেহের পাশে লাউড স্পিকার ছেড়ে নাচলেন আরেক বন্ধু (ভিডিও)

    কাঁচা মরিচ গাছ

    কাঁচা মরিচ গাছ এই নিয়মে লাগালে হবে বাম্পার ফলন

    ওয়েব সিরিজ

    ভরপুর রোমান্সের দৃশ্য নিয়ে মুক্তি পেল প্রাইম প্লের নতুন ওয়েব সিরিজ

    Banana

    কলা কখন খেলে বেশি উপকার, দিনে না রাতে?

    Gemini

    উন্মুক্ত হলো গুগলের সর্বাধুনিক জেমিনাই মডেল

    ওয়েব সিরিজ

    সামনে এলো ভরপুর মাস্তি নিয়ে নতুন ওয়েব সিরিজ, একা দেখুন

    BD Bank

    ঋণ, আমানত ও সঞ্চয়পত্র নিয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা

    mobile

    ঘুমানোর সময় স্মার্টফোন কতটা দূরে রাখা উচিত?

    School

    দরজায় ঝুলছে কনডম, চমকে উঠলেন স্কুলে আসা শিক্ষক-শিক্ষিকারা!

    Shanta Paul

    শান্তার বিরুদ্ধে তদন্ত, সন্দেহের তালিকায় বন্ধু সুমন

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Banglanews
    © 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.