দিনাজপুর প্রতিনিধি: রোগীদের সহায়তা করা বঙ্গবন্ধু কন্যার মানবিকতার প্রকাশ উল্লেখ করে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বলেছেন, ‘বাংলাদেশের কোনও মানুষ কষ্টে থাক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তা চায় না। শেখ হাসিনা আছেন বলেই এ দেশের সকল মানুষ শান্তিতে আছেন।’
তিনি বলেন, ‘ক্যান্সার, কিডনি ও হৃদরোগসহ বিভিন্ন রোগে আক্রান্তদের আর্থিক সহায়তা প্রদান বঙ্গবন্ধু কন্যার মানবিকতার প্রকাশ। দেশের মানুষ সু-চিকিৎসা পাচ্ছে।’
আজ (১৫ জুলাই) দিনাজপুর শিল্পকলা একাডেমী অডিটোরিয়ামে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে রোগীদের এককালীন অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হুইপ ইকবালুর রহিম এসব কথা বলেন।
তিনি বলেন, ‘বিএনপি জামাতের আমলে কমিউনিটি ক্লিনিকগুলো বন্ধ করে দেয়া হয়েছিল। রোগীরা চিকিৎসার অভাবে মারা গিয়েছে। কিন্তু শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই বিএনপি জামাতের বন্ধ হওয়া কমিউনিটি ক্লিনিকগুলো চালু করা হয়েছে।’
দেশের মানুষের কল্যাণে শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন বলে এসময় উল্লেখ করেন হুইপ ইকবালুর রহিম।
দিনাজপুর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আনিচুর রহমানের সভাপতিত্বে ও শহর সমাজসেবা অফিসার মোঃ মাইনুল ইসলামের সঞ্চালনে বক্তব্য রাখেন দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ইমদাদ সরকার, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ ফরিদুল ইসলাম, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ এমদাদুল হক প্রামানিক, জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি সুলতানা বুলবুল, সহকারী পরিচালক মাইনুল হক, মনির হোসেন, সদর উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আসাদুজ্জামান, পৌর আওয়ামীলীগের সভাপতি এ্যাড. শামীম আলম সরকার বাবু, সাধারন সম্পাদক এনাম উল্ল্যাহ জ্যামী, সাবেক সাধারন সম্পাদক খালেকুজ্জামান রাজু, প্রবেশন অফিসার রোস্তম প্রমুখ।
শহর সমাজসেবা কার্যালয় দিনাজপুরের ৬৮ জন রোগীকে ৫০ হাজার টাকা করে ৩৪ লাখ টাকা এবং সদর উপজেলা সমাজসেবা কার্যালয়ের ৮৬ জন রোগীকে ৫০ হাজার টাকা করে ৪৩ লাখ টাকার চেক প্রদান করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।