মান্নতে স্ত্রী গৌরী ছাড়াও শাহরুখের সঙ্গে থাকেন আরেক মহিলা, কে সেই নারী?

বিনোদন ডেস্ক : পাঠান ছবিটি দেশের বাজারে ভালই বক্স অফিস কালেকশন করেছে। শাহরুখ খানকে (Shah Rukh Khan) বহুবছর পর দেখা যাচ্ছে বড়পর্দায়। কিন্ত একেবারে খোলস ছেড়ে ফেলেছেন তিনি। রোম্যান্টিক নয়, এবার আদ্যোপান্ত অ্যাকশন হিরো রূপে ধরা দিয়েছেন তিনি।

বলিউডে শাহরুখ খানকে সবাই এতদিন রোম্যান্টিক নায়ক, চকলেট হিরো বলেই চিনেছে, কিন্তু অ্যাকশনেও মোটের ওপর ভালই মানিয়েছে। ছবিতে শাহরুখ একজন গুপ্তচর। যিনি দেশের জন্য যেমন প্রাণ দিতেও পারে তেমনই প্রাণ নিতেও পারে। নেটিজেনদের মতে অবশ্য নতুন কিছু নেই। আর পাঁচটা অ্যাকশন মুভির মতোই ‘পাঠান’, কিন্তু শাহরুখের উপস্থিতি ছবিটিকে আলাদা করেছে।

শাহরুখকে নিয়ে আলোচনা চলতে চলতে উঠে এসেছে আরেক গল্প। সেটা শাহরুখের ব্যক্তিগত জীবনের কথা। শাহরুখ যে মন্নতে থাকেন সেটা সবাই জানেন। জানা গিয়েছে মন্নতে স্ত্রী গৌরী এবং মেয়ে সুহানা ছাড়াও থাকেন আরও এক মহিলা। জানেন তিনি কে?

আসলে এতদিন শাহরুখ এবং তার স্ত্রী, মেয়ে, গাঁজা কাণ্ডের দায়ে তার ছেলেকে নিয়ে আলোচনা হয়েছে। কিন্তু শাহরুখের বোন শেহনাজকে নিয়ে তেমন কথা হয়না। সংবাদমাধ্যমের সামনে খুব একটা আসেননা তিনি। এবং তার অন্তরালে থাকার কারণটাও যথেষ্ট হৃদয়বিদারক। শাহরুখ এবং গৌরী খানের ওপরই সমস্ত দায়িত্ব রয়েছে তার।

জানা যাচ্ছে শেহনাজ খুবই উচ্চশিক্ষিতা। কিন্তু বাবা মায়ের মৃত্যুর পর আর নিজেকে সামলাতে পারেননি তিনি। দীর্ঘদিন ডিপ্রেশনে ভুগতে ভুগতে শেষে আজ মানসিক রুগীতে পরিণত হয়েছেন তিনি। শেহনাজের মধ্যে এখনো ট্রমা রয়েছে বাবা মায়ের মৃত্যু। আর অচিরেই হারিয়ে গেছেন তিনি।