আন্তর্জাতিক ডেস্ক : ক্ষমতায় টিকে থাকতে আইনি লড়াইয়ে নেমেও খুব একটা পাত্তা পাচ্ছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনে অনিয়ম ও ভোট কারচুপির অভিযোগে করা বেশ কয়েকটি মামলায় এরই মধ্যে হেরে গেছে রিপাবলিকান প্রচারণা শিবির।
তবে এখনই দমে যায়নি তারা। নির্দিষ্ট করে না বললেও, নতুন আরও পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে রিপাবলিকান পার্টি। এর মধ্যেই মার্কিন নির্বাচনের ফলাফলের বিরোধিতা করে ওয়াশিংটন ডিসিতে বিক্ষোভ করেছেন ট্রাম্প সমর্থকরা।
ট্রাম্প সমর্থকদের বিক্ষোভে উত্তপ্ত ওয়াশিংটন ডিসির রাজপথ। হোয়াইট হাউসের আশপাশ থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ করেন বিক্ষোভকারীরা। ভোট কারচুপির অভিযোগে তারা এই বিক্ষোভে অংশ নেন। ডোনাল্ড ট্রাম্প ও ভোট গণনার সময় থেকে ভোট কারচুপির অভিযোগ করে আসছেন। যদিও কোনও প্রমাণ দিতে পারেন নি। শুধু ওয়াশিংটন-ডিসি নয়, বিভিন্ন রাজ্য থেকে বহু মানুষ সমাবেশে যোগ দিতে আসেন।
এক বিক্ষোভকারী বলেন, আমাদের বিশ্বাস আমরাই জিতেছি। আমরা সেটা প্রমাণও করব। কারণ যুক্তরাষ্ট্রের আইন ভেনেজুয়েলার মতো নয়। ভোট জালিয়াতি হয়েছে। প্রত্যেকটা ভোট পুনঃগণনা করতে হবে।
ট্রাম্প যে শুধু ভোট কারচুপির অভিযোগ করে ক্ষান্ত হয়েছেন তা নয়। এই পর্যন্ত বিভিন্ন অঙ্গরাজ্যে তার করা মামলার সংখ্যাও কম নয়। তবে এসব মামলায় খুব একটা সুবিধা করতে পারছেন না তিনি। পেনসেলভেনিয়ার পিলাডেলফিয়া এবং মন্টোগোমেরি কাউন্টিতে ছয়টি মামলায় হেরেছে ট্রাম্প শিবির।
তবে, আগামী মঙ্গলবার (১৭ নভেম্বর) ও বৃহস্পতিবার (১৯ নভেম্বর) পেনসেলভেনিয়ার উইলিয়ামস পোর্টের একটি আদালতে ট্রাম্পের প্রচারণা শিবিরের হাজিরা দেওয়ার কথা। এখানে ডাকযোগে ভোটে অনিয়মের অভিযোগ এনে ফলাফল বাতিলের অভিযোগ করেছিল ট্রাম্প শিবির। পেনসেলভেনিয়ার নির্বাচনী ফলাফল আটকে দেওয়ার বিষয়ে শুনানি হবে রিপাবলিকান মেথিউব বেন বিচারক হিসেবে উপস্থিত থাকবেন এতে।
ট্রাম্প নির্বাচনে পরাজয় মেনে নেননি এখনো। তার করা একের পর এক মামলা বাতিল হওয়ায় আইন বিশেষজ্ঞরা বলছেন, আদালতে সবাই আইন মেনে কাজ করেন। এখানে ভিত্তিহীন কিছু পাত্তা পায় না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।