জুমবাংলা ডেস্ক : সিগারেট চুরির অভিযোগে মোহাম্মদ আলমগীর (৩৩) এবং ওই সিগারেট কেনায় মো. আবু জাফর (৩৫) নামে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১২ আগস্ট) বিকেলে তাদের গ্রেফতার করা হয়।
মিরপুর ৬০ ফিট এলাকা থেকে আলমগীরকে গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে গুলিস্তানের টুইন টাওয়ার থেকে গ্রেফতার করা হয় আবু জাফরকে। উদ্ধার করা হয় চুরিকৃত মালামাল।
মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মোহসীন জানান, আলমগীর যে দোকান থেকে মালামাল চুরি করেন সেটির মালিক তার আপন মামা বাদশা মিয়া। আলমগীর আট বছর ধরে তার মামার দোকানে চাকরি করেন। গত ১৭ জুলাই বাদশা মিয়া দোকানে এসে দেখেন দোকান থেকে ৫০০ প্যাকেট বেনসন এবং ৪৮০ প্যাকেট মালব্রো সিগারেট চুরি হয়ে গেছে। আবার আলমগীরও দোকানে নেই। এরপর কয়েকবার ফোন করে এবং সিসিটিভি ফুটেজ পর্যালোচনার পর নিশ্চিত হন সিগারেট চুরি করে আলমগীরই পালিয়েছেন। পরে তিনি এ ব্যাপারে মামলা দায়ের করেন।
শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে আলমগীরকে গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্যে গ্রেফতার করা হয় আবু জাফরকে।
মোহাম্মদ মোহসীন সময় সংবাদকে জানান, আলমগীরের কাছ থেকে এসব চোরাই সিগারেট কিনে নেন আবু জাফর। পরে তার কাছ থেকে ১২০ প্যাকেট বেনসন এবং ১৮ প্যাকেট মালব্রো সিগারেট উদ্ধার করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।