বিনোদন ডেস্ক : জনপ্রিয় অভিনেতা আব্দুল কাদের আর নেই। শনিবার সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ভারতের চেন্নাইয়ের ক্রিস্টিয়ান মেডিকেল হাসপাতালে চিকিৎসা শেষে কয়েকদিন আগে দেশে ফিরেছেন ক্যান্সার আক্রান্ত এই অভিনেতা।
এদিকে হানিফ সংকেতের পরিচালনা ও উপস্থাপনায় দেশের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র আকর্ষণীয় একটি পর্ব ‘মামা-ভাগ্নে’। যেখানে ভাগ্নের নানা কর্মকাণ্ডের সমালোচনা করে সমাজকে সচেতন করেন মামা। দীর্ঘদিন ধরে এই পর্বে মামার চরিত্রে কাজ করেছেন সদ্য প্রয়াত অভিনেতা আবদুল কাদের। আর ভাগ্নের চরিত্রে অভিনয় করছেন আফজাল শরীফ।
সেই মামা-ভাগ্নের জনপ্রিয় জুটির মামা আবদুল কাদেরের মৃত্যু মেনে নিতে পারছেন না ভাগ্নে আফজাল শরীফ। ২০ বছর একসঙ্গে কাজ করার পর আবদুল কাদেরকে আপন মামার মতোই ভালোবাসেন আফজাল।
এক গণমাধ্যমকে আফজাল জানিয়েছেন, ইত্যাদিতে করা মামা-ভাগ্নের শেষ পর্বের সংলাপগুলোই বারবার মনে পড়ছে আফজালের।
আফজাল শরীফ আরও বলেন, ‘ ইত্যাদির ওই পর্বে আমার সংলাপ ছিল, ‘আমি না জেনেবুঝে খারাপ করেই যাই। আর তুমি আমারে বাঁচায়া দাও মামা।’ তখন তার সংলাপ ছিল, ‘ভাইগ্না, আমি বারবার বাঁচাই সত্য, কিন্তু কতদিন এভাবে বাঁচাতে পারব?’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।