মায়াময় ছবি দিয়ে রণবীরকে দীপিকার উইশ

দীপিকা

বলিউড কাপল মানেই লাইমলাইট। তার মধ্যে যদি বিটাউনের সবচেয়ে জনপ্রিয় তারকা অভিনেত্রী দীপিকা পাড়ূকোন আর তাঁর পাগলপারা প্রেমিক ও স্বামী, আরেক বলিউড তারকা রণবীর সিংয়ের বিবাহবার্ষিকী হয়, তবে তো কথাই নেই। তার মধ্যে বলিউডের এই পাওয়ার কাপল সদ্য বাবা মা হয়েছেন।

দীপিকা

আর দীপিকা তো শিশুকন্যা দুয়াকে কাছছাড়াই করছেন না, জানিয়েছেন সম্প্রতি রণবীর। তাঁর রাতদিন একেবারেই দুয়াময় এখন। অন্য সব নতুন মায়েদের মতো বাচ্চার খেয়াল রাখতে গিয়ে ঘুমের বারোটা বাজছে তাঁর। বিবাহবার্ষিকী উপলক্ষে স্বামীকে উইশ করতে গিয়ে এই ঘুম নিয়ে এক মজার ভিডিও শেয়ার করেছেন এই বলিউড ডিভা তাঁর ইন্সটাগ্রাম স্টোরিতে।

দীপিকা
রণবীর সিংয়ের মতোই উচ্ছাসে ভরা তাঁর অ্যানিভার্সারি উইশ। প্রিয়তমা স্ত্রী দীপিকার প্রতি নিজের উথাল পাথাল ভালোবাসার প্রকাশে কখনোই কুন্ঠাবোধ করেন না এই অভিনেতা। দীপিকার অপ্রকাশির ১১টি মায়াময় ছবি শেয়ার করেছেন তিনি ইন্সটাগ্রামে। দীপিকা আর রণবীরের এমন ভালোবাসাময় উইশ নিয়ে বেশ উচ্ছসিত ভক্তরা।

দীপিকা

রণবীর উঠে যাওয়ার পরে তাঁর জায়গায় ঘুম ঘুম চোখে গড়িয়ে গিয়ে শুয়ে পড়তে পছন্দ করেন দীপিকা কারণ সেখানে প্রিয় মানুষের সুবাসের সঙ্গে সঙ্গে উষ্ণতাও মেলে। বউপাগল এই অভিনেতা বলেছেন, প্রতিদিনই স্ত্রীর প্রশংসা করার দিন, তবে আজকেই ‘মেইন ডে’। জীবনের সবচেয়ে স্পেশাল সময়ে দীপিকার পাশেই ছিলেন রণবীর।