জুমবাংলা ডেস্ক : মায়ের মৃত্যুতে সবচেয়ে বেশি শোকগ্রস্ত হন সন্তানেরাই। মা মারা গেছেন, শোকে বিহ্বল সন্তা যাচ্ছিলেন কাফনের কাপড় কিনতে, সাথে ছিলেন দুই আত্নীয়। তবে মায়ের কাফনের কাপড় কেনা হলো না সন্তানের, রাস্তায় ট্রাকচাপায় মারা গিয়েছেন তিনি।
এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটেছে রংপুরের পীরগঞ্জ উপজেলায়। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) ভোরে ঘটনাটি ঘটার পরই বিক্ষুব্ধ এলাকাবাসী ট্রাকটি আটক করে ভাঙচুর করে।
পুলিশ জানায়, ভোরে পীরগঞ্জ উপজেলার কিশোরগাড়ি গ্রামে মৃত মজিবর রহমানের স্ত্রী জামিলা বেগম (৬০) হৃদরোগে আক্রান্ত হয়ে তার বাসভবনেই মৃত্যুবরণ করেন। মায়ের দাফনের জন্য কাফনের কাপড় কিনতে সকালে ছেলে ভুট্টো (২৮) মোটরসাইকেল যোগে দুই স্বজনকে নিয়ে পীরগঞ্জ বাজারে আসছিলো।
এসময় পীরগঞ্জ লালদিঘি সড়কে বিপরীত দিকে ইট বোঝাই একটি ট্রাক্টরের সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ভুট্টো নিহত হয়। এ ঘটনায় বাকি দুই মোটরসাইকেল আরোহীও গুরুতর আহত হয়েছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


