মিসরের দক্ষিণাঞ্চলে পারিবারিক সহিংসতার ঘটনায় ছুরিকাঘাতে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় নিহত ব্যক্তির ১৯ বছর বয়সী ছেলেকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
গালফ নিউজের খবরে শুক্রবার বলা হয়, কেনা গভর্নরেটের নাগ হামাদি শহরে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, প্রতিবেশীদের ফোন পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে রক্তে ভেজা অবস্থায় ৫০ বছর বয়সী এক শ্রমিকের মরদেহ উদ্ধার করে। তার বুকে ছুরির একটি আঘাতের চিহ্ন ছিল।
তদন্তে জানা গেছে, নিহত ব্যক্তি কিছুদিন আগেই সৌদি আরব থেকে দেশে ফেরেন। প্রতিবেশীদের দাবি, ফেরার পর থেকেই তাদের ঘরে দাম্পত্য কলহ বেড়ে যায়। ঘটনার দিনও স্ত্রীর সঙ্গে তার তুমুল বাকবিতণ্ডা হয়, যা হাতাহাতিতে গড়ায়।
এসময় মাকে রক্ষা করতে এগিয়ে যান তাদের ছেলে। কিন্তু বাবা তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন। পরে ছেলে রান্নাঘর থেকে একটি ছুরি এনে বাবাকে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পুলিশ তরুণটিকে আটক করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন, দীর্ঘদিন ধরে বাবার হাতে মায়ের ওপর চলমান মৌখিক ও শারীরিক নির্যাতন সহ্য করতে না পেরে তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।