মারকুটে হচ্ছে ইংল্যান্ড, পাওয়ার প্লেতে উইকেটশূন্য সাকিবরা

মারকুটে হচ্ছে ইংল্যান্ড, পাওয়ার প্লেতে উইকেটশূন্য সাকিবরা

স্পোর্টস ডেস্ক : ধর্মশালার বৃষ্টিভেজা উইকেটে সতর্ক শুরুর পর মারকুটে ভূমিকায় অবতীর্ণ হওয়ার ইঙ্গিত দিচ্ছে ইংলিশরা। বাংলাদেশের ফিল্ডারদের খাপছাড়া ফিল্ডিংয় আর বোলারদের দুর্বলতা কাজে লাগিয়ে রানের চাকার গতি বাড়াচ্ছেন ডেভিড মালান ও জনি বেয়ারস্টো। ব্যাট করতে নেমে ইংলিশদের ভালো শুরু এনে দেন এই দুই ওপেনার।

মারকুটে হচ্ছে ইংল্যান্ড, পাওয়ার প্লেতে উইকেটশূন্য সাকিবরা
ছবি সংগৃহীত

টস হেরে ব্যাট করতে নেমে শুরুতে কিছুটা দেখেশুনে খেলতে থাকেন দুই ওপেনার ডেভিড মালান ও জনি বেয়ারস্টো। তবে সময় বাড়ার সঙ্গে সঙ্গে রান তোলার গতি বাড়ান এই দুই ব্যাটার।

মাঝে একবার আউটের জন্য আবেদন করে বাংলাদেশ। সেই আবেদনে সাড়া দেননি আম্পায়ার। রিভিউ নেয় বাংলাদেশ, তবে তা কাজে দেয়নি, উল্টো একটি রিভিউ হারায় টাইগাররা।

এরপর বেশ আক্রমণাত্নক ব্যাটিং করতে থাকেন মালান ও বেয়ারস্টো। পাওয়ার প্লের ১০ ওভার শেষে বিনা উইকেটে ৬১ রান সংগ্রহ করেছে ইংল্যান্ড।