কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো.আমির হোসেন খান মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ বৃহস্পতিবার (১৪ মার্চ ) সকাল সাড়ে ৮ টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
বিষয়টি নিশ্চিত করেছেন ড. মো. আমির হোসেন খানের ছেলে অধ্যাপক ড. মো. আসিফ হোসেন খান।
মৃত্যুর সময় তার বয়স ৮০ বছর এবং তিনি হৃদরোগ আক্রান্ত ছিলেন বলে জানা যায়।
বাদ জোহর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এবং বাদ আসর অরুণা পল্লীতে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে।
অধ্যাপক ড. মো.আমির হোসেন খান কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ২০০৯ সালের ২৩ নভেম্বর থেকে ২০১৩ সালের ২২ নভেম্বর পর্যন্ত উপাচার্যের দায়িত্ব পালন করেন। এর আগে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগে অধ্যাপক ছিলেন। এছাড়া উচ্চমাধ্যমিক স্তরের পদার্থবিজ্ঞান পাঠ্যপুস্তক রচনা করে তিনি খ্যাতি অর্জন করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।