জুমবাংলা ডেস্ক : জাতীয় সাংবাদিক সংস্থা’র প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ এর সভাপতি মুহম্মদ আলতাফ হোসেন আর নেই।
সোমবার রাত ৯ টার দিকে রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মারা যান তিনি।
এর আগে শনিবার বিকালে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। তিনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।
মৃত্যুর কথা নিশ্চিত করে মুহম্মদ আলতাফ হোসেনের ভাগিনা আব্দুল জলিল জানান, রাত ৯ টার দিকে তিনি আমাদের ছেড়ে, এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যান। আপনারা সবাই আমার মামার জন্য দোয়া করবেন, আল্লাহ জেনো আমার মামাকে জান্নাত বাসি করেন।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের কাছে হেরে যাচ্ছেন কমলা
মুহম্মদ আলতাফ হোসেন দেশের সাংবাদিকতা জগতে একটি পরিচিত নাম। তিনি ১৯৭০ সালে সাংবাদিকতাকে পেশা হিসেবে গ্রহণ করে বিগত ৫৪ বছরে দৈনিক আজাদ, দৈনিক গণকণ্ঠ, দৈনিক জনতা, দৈনিক সমাজ, দৈনিক ইনকিলাব সহ বিভিন্ন পত্রিকায় বিভিন্ন সময়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি জাতীয় সাংবাদিক সংস্থা’র প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ এর সভাপতি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।