ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড আইসিইউতে আগুন লাগার পর স্থানান্তরিত আরেক রোগী মারা গেছেন। এ নিয়ে এই ঘটনায় চারজনের মৃত্যু হলো। বৃহস্পতিবার বিকেলে হাসপাতালের বার্ন ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মোমেনা বেগম (৪৫)।
মোমেনার মৃত্যুর পর এখন বাকি ১০ জন বার্ন ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন। তাদের অবস্থাও সংকটাপন্ন বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক।
মঙ্গলবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-২–এর কোভিড আইসিইউতে (নিবিড় পরিচর্যা কেন্দ্র) আগুন লাগে। তখন সেখানে থাকা ১০ রোগীকে বার্ন ইউনিটের আইসিইউতে স্থানান্তরের সময় তিন রোগীর মৃত্যু হয়।
কোভিড আইসিইউতে হাই ফ্লো নাজাল ক্যানুলা থেকে ওই আগুনের সূত্রপাত হয়। আগুনে জীবন রক্ষাকারী বিভিন্ন ধরনের মূল্যবান যন্ত্রপাতিও পুড়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।