নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মারিয়া কোরিনা মাচাদো বলেছেন, তিনি তার পুরস্কারটি ভেনেজুয়েলায় নিয়ে যাবেন। তবে, পুরস্কার গ্রহণের জন্য গোপনে দেশ ছাড়ার পর তিনি কবে নিজ দেশে ফিরবেন—সে বিষয়ে কোনো নির্দিষ্ট সময় জানাননি।

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বিরোধী নেতা মাচাদো বৃহস্পতিবার ভোরে অসলোতে পৌঁছান। এর ফলে কয়েক ঘণ্টা আগে অনুষ্ঠিত পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি উপস্থিত থাকতে পারেননি।
৫৮ বছর বয়সী এই প্রকৌশলী ভেনেজুয়েলা সরকারের আরোপিত এক দশকের ভ্রমণ নিষেধাজ্ঞা অমান্য করে এবং এক বছরের বেশি সময় আত্মগোপনে থাকার পর গোপনে ভেনেজুয়েলা ছাড়েন।
নরওয়ের সংসদ ভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় সাদা পোশাক পরা মাচাদো বলেন,‘ভেনেজুয়েলার জনগণের পক্ষ থেকে আমি এই পুরস্কার গ্রহণ করতে এসেছি এবং উপযুক্ত সময়ে এটি ভেনেজুয়েলায় ফিরিয়ে নিয়ে যাব।’ তবে সেই সময় কখন—তা তিনি জানাননি।
নোবেল শান্তি পুরস্কার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উৎসর্গ
অক্টোবরে নোবেল শান্তি পুরস্কার জয়ের পর মাচাদো আংশিকভাবে এই সম্মান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উৎসর্গ করেন। ট্রাম্প নিজেও দাবি করে আসছেন, তিনি এই পুরস্কারের যোগ্য।
মাচাদো ট্রাম্পঘনিষ্ঠ কট্টরপন্থীদের সঙ্গে নিজেকে একাত্ম করেছেন, যারা দাবি করেন—ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সঙ্গে অপরাধী গোষ্ঠীর যোগসূত্র রয়েছে, যা যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য সরাসরি হুমকি। যদিও যুক্তরাষ্ট্রের গোয়েন্দা মহলের ভেতরে এ বিষয়ে সন্দেহ রয়েছে।
সংবাদ সম্মেলনে মাচাদোকে জিজ্ঞেস করা হয়, তিনি কি ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসন সমর্থন করবেন? জবাবে তিনি বলেন, তার দেশ ইতোমধ্যেই রুশ ও ইরানি এজেন্ট এবং মাদক কার্টেলের মতো শক্তির দ্বারা ‘আক্রমণের’ শিকার।
তিনি বলেন, ‘এটি ভেনেজুয়েলাকে আমেরিকা মহাদেশের অপরাধের কেন্দ্রস্থলে পরিণত করেছে। আর এই শাসনব্যবস্থাকে টিকিয়ে রেখেছে একটি অত্যন্ত শক্তিশালী ও বিপুল অর্থায়নে পরিচালিত দমন-পীড়ন ব্যবস্থা। সেই অর্থ আসে কোথা থেকে? মাদক পাচার, তেলের কালোবাজার, অস্ত্র পাচার ও মানব পাচার থেকে। আমাদের এসব অর্থপ্রবাহ বন্ধ করতে হবে।’
নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার স্টোরের পাশে দাঁড়িয়ে এসব মন্তব্য করেন মাচাদো।
মাচাদোর বক্তব্যের বিষয়ে মন্তব্য জানতে চেয়ে ভেনেজুয়েলার তথ্য মন্ত্রণালয়ের কাছে পাঠানো অনুরোধে তাৎক্ষণিক কোনো সাড়া পাওয়া যায়নি।
সূত্র: রয়টার্স
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


