জনপ্রিয় মার্কিন অভিনেতা ফ্রান্সিসকো সান মার্টিনের রহস্যজনক মৃত্যু হয়েছে। গত ১৬ জানুয়ারি লস অ্যাঞ্জেলসের নিজে বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মৃত্যুর সময় অভিনেতার বয়স হয়েছিল ৩৯ বছর।
লস অ্যাঞ্জেলেস কাউন্টি মেডিকেল পরীক্ষকের বরাতে গণমাধ্যমগুলো বলছে, আত্মহত্যা করেছেন সান মার্টিন। তার মৃত্যুর কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে ‘লিগেচার হ্যাংগিং’। তবে কী কারণে এমন মৃত্যু বেছে নিলেন, সে সম্পর্কে কিছু উল্লেখ করা হয়নি।
সান মার্টিন অভিনীত উল্লেখযোগ্য কাজগুলো হলো— ‘ডেজ অব আওয়ার লাইভস’, ‘দ্য বোল্ড অ্যান্ড দ্য বিউটিফুল’। এ ছাড়া তিনি সিডব্লিউয়ের জনপ্রিয় সিরিজ ‘জেইন দ্য ভার্জিন’-এ গিনা রড্রিগেজের বিপরীতে অভিনয় করেছিলেন তিনি। সেখানে তিনি একজন টেলেনোভেলা তারকার ভূমিকায় মুগ্ধ করেন দর্শককে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।