আন্তর্জাতিক ডেস্ক : পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের প্রতি সমর্থন জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
যুক্তরাষ্ট্র সফরে গিয়ে রবিবার হিউস্টনে হাউডি মোদি অনুষ্ঠানে ৫০ হাজার প্রবাসী দর্শকদের সামনে বক্তব্যে রাখেন মোদি।
এনডিটিভি জানায়, যুক্তরাষ্ট্রে বসবাসকারী ভারতীয়দের এই অনুষ্ঠানে মোদির পাশেই ছিলেন ট্রাম্প। মোদি তার বক্তব্যে জানান, হোয়াইট হাউসে ট্রাম্পের চেয়ে ভালো বন্ধু আর কখনো তাদের ছিল না।
তিনি বলেন, “বন্ধুগণ, আমাদের ভারত ভালোভাবে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে যুক্ত। আশা করছি, পরেরবার আরও ভালোভাবে ক্ষমতায় ফিরবে ট্রাম্পের সরকার।”
প্রবাসী ভোটারদের সামনে ট্রাম্পের বক্তব্যেও ছিল নির্বাচনী সমর্থন আদায়ের সুর। তিনি বলেন, “এর আগে যুক্তরাষ্ট্রে ভারত কখনো বিনিয়োগ করেনি এবং একইভাবে আমরাও ভারতে সেটাই করছি।”
তিনি বলেন, “ইন্দো-মার্কিনিরা আমাদের সংস্কৃতিকে সমৃদ্ধ করেছেন এবং মূল্য বাড়িয়েছেন। যুক্তরাষ্ট্রে তাদের পেয়ে আমরা গর্বিত।”
মোদির উদ্দেশ্য করে ট্রাম্প বলেন, “সর্বকালের সবচেয়ে উন্নত যুক্তরাষ্ট্র গড়তে আমি আপনার সঙ্গে কাজ করতে মুখিয়ে রয়েছি।”
এ ছাড়া অনুষ্ঠানের পরে ভারতীয় মার্কিনদের কাছ থেকে তিনি যে ‘ভালোবাসা’ পেয়েছেন তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন ট্রাম্প। এক টুইটার বার্তায় বলেন, “মার্কিন যুক্তরাষ্ট্র ভারতকে ভালোবাসে।”
যুক্তরাষ্ট্রে মোদির সফর উপলক্ষে প্রবাসী ভারতীয়দের উদ্যোগে হাউডি মোদি নামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্থানীয় রাজনীতিতে ভূমিকা রাখা ভারতীয় বংশোদ্ভূত নেতারা সহ এদিন উপস্থিত ছিলেন প্রবাসী নেতারা।
ভারতের সঙ্গে বন্ধুত্বের প্রতীক হিসেবে এই অনুষ্ঠানে মোদির হাতে সোনালি রঙের স্মারক-চাবি তুলে দেন শহরের মেয়র সিলভেস্টার টার্নার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।