আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনের ফলাফল ঘোষণার দিনে বিশ্ব শেয়ারবাজারে তেজিভাব দেখা যাচ্ছে। বুধবার (৬ নভেম্বর) সকালে এশিয়ার প্রধান সূচকগুলো বেশিরভাগই ঊর্ধ্বমুখী ছিল, অন্যদিকে মার্কিন ডলারও বৃদ্ধি পেয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, মার্কিন নির্বাচনের ফলাফল বৈশ্বিক অর্থনীতিতে, বিশেষ করে এশিয়ার ক্ষেত্রে বড় প্রভাব ফেলতে পারে। এদিন জাপানে ২ দশমিক ২৫ শতাংশ এবং অস্ট্রেলিয়ায় এক শতাংশ সূচক বেড়েছে। তবে চীনের সূচকগুলো নিম্নমুখী ছিল।
প্রতিবেদনে আরও বলা হয়, মার্কিন ডলার অন্য প্রধান মুদ্রার তুলনায় ভালো অবস্থানে আছে। কারণ বিনিয়োগকারীরা মার্কিন নির্বাচনের ফলাফলের জন্য ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছেন। নির্বাচনের ফলাফল বৈশ্বিক অর্থনীতিতে বিশেষ করে এশিয়ায় বড় ধরনের প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।
এদিকে ট্রাম্পের কর ছাড়ের এজেন্ডা মার্কিন বড় কোম্পানিগুলো ইতিবাচকভাবে দেখছেন। বিনিয়োগকারীরা মনে করছেন, কমলা হ্যারিস যদি জয়ী হন তবে বাণিজ্য এবং পররাষ্ট্রনীতিকে জো বাইডেনের পূর্বের ধারাবাহিকতা বজায় রাখবে।
কমলার সমর্থক স্ত্রী, ট্রাম্পের স্বামী ! শান্তির জন্য যা করেন দম্পতি
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।