আন্তর্জাতিক ডেস্ক : চলমান সংঘাত থামাতে ইসরায়েল ও ফিলিস্তিনের নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। রমজান মাসে আল আকসা মসজিদে নতুন করে আগ্রাসন শুরু করেছে ইসরায়েল। ফিলিস্তিনের বিভিন্ন এলাকায়ও হামলা চালানো হচ্ছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ও ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইয়ের লাপিডের সাথে আলাদা আলাদা আলোচনায় ব্লিনকেন, ইসরায়েল, পশ্চিম তীর ও গাজায় চলমান সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছেন।
তবে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এই আহ্বানের ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় জানিয়েছেন। তিনি টুইটারে ব্লিকেনকে ট্যাগ করে লিখেছেন, ‘আমি ব্লিনকেনকে বলেছি যে ইসরায়েল এমন সহিংসতা সহ্য করবে না। আমি জেরুজালেমে শান্তি ফেরাতে আন্তর্জাতিক মহলের সহায়তা বাড়ানোর ওপর জোর দিচ্ছি।’
আর ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ব্লিনকেনকে বলেছেন, মসজিদ ও ফিলিস্তিনের বিভিন্ন শহর ও গ্রামে ইসরায়েল নির্মম ও জঘন্যভাবে হামলা চালাচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।