বাংলা গানের মঞ্চে তাঁর পদচারণা খুব বেশি দিনের নয়, কিন্তু কণ্ঠের জাদু আর প্রাণবন্ত পারফরম্যান্সের জন্য ইতোমধ্যেই শ্রোতার মন জয় করে নিয়েছেন আতিয়া আনিসা। এবার সেই কণ্ঠ পৌঁছে যাবে আটলান্টিকের ওপারেও। যুক্তরাষ্ট্রের ১৪টি শহরে অনুষ্ঠিতব্য ‘মিউজিক্যাল হেরিটেজ ট্যুর’-এ তিনি গান গাইবেন বাংলা গানের যুবরাজ আসিফ আকবরের সঙ্গে।
দুই মাসব্যাপী এই বিশাল কনসার্ট ট্যুর শুরু হবে আগামী ২৯ আগস্ট, মনোরম নায়াগ্রা ফলসে। এরপর একে একে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে উঠবে এই সংগীতযাত্রার পর্দা।
আনিসার ভাষায় ‘এটা আমার কাছে অনেকটা স্বপ্নের মতো। ছোটবেলা থেকেই ইচ্ছে ছিল গান নিয়ে দেশ-বিদেশে ঘুরব। এর আগে গানের সূত্রে ব্যাংকক, ভারত ও অস্ট্রেলিয়া ভ্রমণ করেছি। এবার যুক্তরাষ্ট্র আমার চতুর্থ আন্তর্জাতিক সফর।’ তিনি আরও বলেন, ‘এত লম্বা সময় নিয়ে কখনও কনসার্ট করিনি। প্রায় দুই মাসের এই সফর আমার জন্য অনেক বড় অভিজ্ঞতা হতে যাচ্ছে। আন্তর্জাতিক শিল্পীদের দেখেছি লম্বা ট্যুরে যেতে, এবার আমিও সেই অভিজ্ঞতার মুখোমুখি হব। যুক্তরাষ্ট্রের ১৪ শহরে শো করব, আর আমার নিজস্ব গানগুলোও পরিবেশন করব।’
ট্যুরের প্রস্তুতি ইতোমধ্যেই জোরেশোরে চলছে। এর মধ্যে কয়েকটি গানের রেকর্ডিং শেষ করেছেন আনিসা। যাওয়ার আগে আরও দুটি গানে কণ্ঠ দেওয়ার পরিকল্পনা আছে। পাশাপাশি পারফরম্যান্সের জন্য গান নির্বাচনের কাজ চলছে মনোযোগ সহকারে, যাতে প্রতিটি শহরের শ্রোতা পায় বৈচিত্র্যময় সংগীতের স্বাদ। আনিসা মনে করেন, এ ধরনের আন্তর্জাতিক সফর কেবল শিল্পীর ক্যারিয়ারের জন্য নয়; বরং বাংলা গানের বিশ্বমঞ্চে প্রসারের জন্যও গুরুত্বপূর্ণ। “প্রবাসী বাঙালিরা বাংলা গান শুনতে সবসময়ই ভীষণ আগ্রহী থাকে। আমি চাই, আমার গান তাদের কাছে একটু হলেও ঘরের উষ্ণতা ফিরিয়ে দিক।”
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।