মার্কেটে টিকে থাকার জন্য অ্যান্ড্রয়েডের যেসব ফিচার চুরি করছে আইফোন ১৪ সিরিজের স্মার্টফোন?

আইফোন ১৪

অ্যাপল আইফোন ১৪ সিরিজের স্মার্টফোন বিশ্বব্যাপী বাজারে উন্মুক্ত করেছে ও আইফোন ১৪ প্রো এবং প্রো ম্যাক্স স্মার্টফোনের অনেক ফিচারই অবাক করার মত। আজকের আর্টিকেল আলোচনা করা হবে আইফোন ১৪ কী আসলেই অ্যান্ড্রয়েড থেকে অনেক ফিচার কপি করেছে কিনা।

আইফোন ১৪

এখন আইফোন ১৪ সিরিজের স্মার্টফোনে ডায়নামিক আইসল্যান্ড ফিচার যুক্ত করেছে। এ ফিচারের ধারণা সর্বপ্রথম বাস্তবায়ন করে এলজি স্মার্টফোন। তবে এলজি এর ওই V10 মডেলের স্মার্টফোনটি তেমন জনপ্রিয়তা পায়নি।

আইফোন স্মার্টফোনের নচ সিস্টেম থেকে বের হয়ে নতুন ইনোভেশন নিয়ে আসা খুবই গুরুত্বপূর্ণ ছিল। এবার নচ বাদ দিয়ে হোল পাঞ্চ কাটিং সিস্টেম রাখা হয়েছে। অ্যান্ড্রয়েড স্মার্টফোনে এ ট্র্যাডিশন আরো আগে থেকেই ছিল। হুয়াওয়ে সর্বপ্রথম হোল পাঞ্চ সেলফি ক্যামেরার ধারণা বাস্তবায়ন করে।

অ্যান্ড্রয়েডের আরেকটি জনপ্রিয় ফিচার হচ্ছে Always-on-Display অপশন। এর ফলে স্ক্রিন বন্ধ করলেও সেখানে সময় ও নোটিফিকেশন দেখা যেত। ‌‌ এবার আপনার আইফোন ১৪ প্রো এবং প্রো ম্যাক্স স্মার্টফোনে এ ফিচার রাখা হয়েছে।

Car Crash Detection ফিচারটি সর্বপ্রথম ২০২০ সালে গুগল পিক্সেল অ্যান্ড্রয়েড স্মার্টফোনে এসেছিল। মোশন সেন্সর ব্যবহার করে Car Crash শনাক্ত করা হতো। সনাক্ত হওয়ার পর পরেই Alarm বেজে উঠতো এবং ইমার্জেন্সি সহায়তা দরকার সেটা বোঝানো হতো। আইফোন ১৪ স্মার্টফোনের পাশাপাশি অ্যাপলের নতুন হ্যান্ডওয়াচে এ ফাংশন রাখা হয়েছে।

OnePlus 9 Pro ও Oppo Find X3 Pro স্মার্টফোনে সর্বপ্রথম ডাইনামিক রিফ্রেশ রেটের অপশন ছিল। এরপর স্যামসাং সহ অনেক অ্যান্ড্রয়েড স্মার্টফোনে এ ফিচার লক্ষ্য করা যায়। আর এখন আইফোন ১৪ সিরিজের স্মার্টফোনে এ ফিচারটি অন্তর্ভুক্ত করা হয়েছে।

উপরে আলোচনা করা প্রত্যেকটি ফিচার এক সময় অ্যান্ড্রয়েড এক্সক্লুসিভ ছিল। কিন্তু এবার আইফোন ১৪ সিরিজে এসব ফাংশন যোগ করা হয়েছে।‌‌ কাজেই প্রযুক্তিপ্রেমীরা ভাবছেন মার্কেটে টিকে থাকার জন্যই অ্যাপল হয়তো অ্যান্ড্রয়েডের অনেক ফিচার কপি করতে বাধ্য হয়েছে।