আজ থেকে পাঁচ বছর আগেও ফোল্ডেবল স্মার্টফোনের কথা তেমন ভাবো যেত না। অথচ ২০২৩ সালের সময় এ মার্কেটে নানা ব্র্যান্ডের ফোল্ডেবল স্মার্টফোন এভিলেবল রয়েছে। আজকের আর্টিকেলে সেরা ৫ ফ্লিপ বা ফোল্ডেবল স্মার্টফোনের বিবরণ তুলে ধরা হবে।
Samsung Galaxy Z Flip 4
সবথেকে স্টাইলিশ ফ্লিপ স্মার্টফোনের মধ্যে এটি একটি। এটি একটি দ্রুতগতির স্মার্টফোন এবং ডিভাইসটির পারফরমেন্স আপনাকে মুগ্ধ করবে। হ্যান্ডসেটের ব্যাটারি লাইফ আপনাকে ইমপ্রেস করবে। এখানে ইউনিক ডিজাইন এর বাস্তবায়ন করা হয়েছে এবং ক্যামেরার পারফরম্যান্স বেশ সন্তোষজনক। Snapdragon 8+ Gen 1 চিপসেট স্মার্টফোনে ইন্সটল করা রয়েছে। পাশাপাশি ৮জিবি ram এর ফিচার তো থাকছেই। ওয়ারলেস চার্জিং এর ফিচার আপনি শুরু থেকেই পেয়ে যাবেন। স্মার্টফোনটির দাম ৯০ হাজার রুপি ও ১ লাখ ৫০ হাজার টাকা।
Oppo Find N2 Flip
অপোর এ ডিভাইসে সলিড ডিজাইন এর বাস্তবায়ন ঘটানো হয়েছে। মেইন ক্যামেরা দিয়ে স্পষ্ট ছবি তোলা সম্ভব। হ্যান্ডসেটটিতে টেকসই ব্যাটারি লাইফ দেওয়া হয়েছে। বড় ডিসপ্লে থাকার কারণে মেসেজের রিপ্লাই দেওয়া ও ছবি তোলার ক্ষেত্রে সুবিধা পাবেন। MediaTek Dimensity 9000+ চিপসেট ইন্সটল করা হয়েছে অপোর এই ডিভাইসে। অপদে স্মার্টফোনকে samsung এর যোগ্য প্রতিদ্বন্দ্বী ভাবা হয়। স্মার্টফোনটির দাম ৯০ হাজার রুপি ও ১ লাখ ২০ হাজার টাকা।
Samsung Galaxy Z Fold 4
7.6 ইঞ্চির বড় ডিসপ্লে থাকার কারণে আপনি অনেক সুবিধা পাবেন। এ স্মার্টফোন দিয়ে মাল্টিটাস্কিং বেশ সুবিধাজনক। এটির মেইন ক্যামেরা আপনাকে মুগ্ধ করবে। টেকসই ব্যাটারি লাইফ এবং সফটওয়্যার আপডেটে উন্নতি ঘটানো হয়েছে। স্টাইলাস পেন এর ফিচার রয়েছে। তবে ২৫ ওয়াট এর চার্জিং সিস্টেম বেশ স্লো। ডিসপ্লে অনেক বড় হওয়ার কারণে টাইপ করার ক্ষেত্রে সমস্যায় পড়তে পারেন। স্মার্টফোনটির দাম ১ লাখ ১৮ হাজার রুপি ও ২ লাখ ৬০ হাজার টাকা।
Motorola Razr 2022
মটোরোলার এই স্মার্টফোনে আপনি ফ্লেক্সিপ লেভেলের পারফরম্যান্স পাবেন। অন্যান্য ফোল্ডেবল বা ফ্লিপ স্মার্টফোন থেকে এটি ইউনিট ডিজাইন দেখাতে সক্ষম হয়েছে। মটোরোলার এ ডিভাইসের ক্যামেরা দিয়ে চমৎকার ছবি তুলতে পারবেন।
Snapdragon 8+ Gen 1 চিপসেট ইন্সটল করা হয়েছে এ ডিভাইসে। স্মার্টফোনটির দাম ৭০ হাজার রুপি ও ৮৪ হাজার টাকা।
Honor Magic Vs
samsung এর ফোল্ডেবল ডিভাইস থেকে এটির দাম তুলনামূলকভাবে কম। এটির মেইন ক্যামেরার পারফরম্যান্স সন্তোষজনক। তবে ওয়ারলেস চার্জিং এর ফিচার দেওয়া হয়নি। হালকা-পাতলা গড়নের ডিজাইন হওয়ায় এটি হাতে নিয়ে আপনি কমফোর্টেবল ফিল করবেন। ২০২৮ সাল পর্যন্ত সিকিউরিটি আপডেট দেওয়া হবে। স্মার্টফোনটির দাম ১ লাখ হাজার রুপি ও ১ লাখ ৫০ হাজার টাকা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।