জুমবাংলা ডেস্ক :
স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে খেলাপী ঋণ থাকায় মার্কেন্টাইল ব্যাংকের পরিচালক হতে পারবেন না এ. এস. এম. ফিরোজ আলম। তবে ব্যাংকটির পরিচালক হিসেবে অনুমোদন পেয়েছেন এ. কে. এম. সাহিদ রেজা, আলহাজ্ব মোশাররফ হোসেন এবং এম. আমানউল্লাহ।
আজ রবিবার বাংলাদেশ ব্যাংকের যুগ্মপরিচালক ড. মো. ইসমাইল হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এসব তথ্য জানানো হয়।
মার্কেন্টাইল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বরাবর লেখা চিঠিতে বলা হয়েছে, এ. এস. এম. ফিরোজ আলমের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে খেলাপী ঋণ থাকায় ব্যাংক-কোম্পানি আইন, ১৯৯১ এর ১৫ (৬) (উ) ধারা বিধান অনুযায়ী এ এস এম ফিরোজ আলমকে আপনার ব্যাংকের পরিচালনা পর্ষদে পরিচালক নিয়োগে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নেওয়ার সুযোগ নেই।
চিঠিতে আরও বলা হয়, ২৪ জুন অনুষ্ঠিত ব্যাংকের ২১তম বার্ষিক সাধারণ সভায় নির্বাচিত একেএম সাহিদ রেজা, আলহাজ্ব মোশাররফ হোসেন এবং এম আমানউল্লাহকে ব্যাংকের পরিচালনা পর্ষদে পরিচালক হিসেবে নিযুক্তিতে অনুমোদন দেওয়া হলো।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



