মার্ভেল সিনেমাটিক ইউনিভার্স সুপারহিরো মুভির সংজ্ঞাই বদলে দিয়েছিল। ২০০৮ সাল থেকে যাত্রা শুরুর পরেও ১৫ বছর পর তাদের মুভির প্রভাব এখনো বজায় রয়েছে। তবে নানা কারণে ২০২৩ সালে পিছিয়ে পড়েছে তারা। তবে ঘুরে দাঁড়ানোর অনেক চেষ্টা করেছে তারা।
শেষ এক বছর তারা একটা দু:স্বপ্নের মত কাটিয়েছে। এর আগে এক বছরের বেশি সময় ধরে হলিউডের দাপট দেখিয়েছে তারা। কমিক বুক থেকে দুর্দান্ত অনেক সিনেমা তৈরি করে দেখিয়ে দিয়েছে তারা। ২০২৩ এর শুরুটা ভালোই করেছিল তারা।
ওয়াকান্দা এর গল্পে নির্মিত সিনেমাটি অনেকেই পছন্দ করেছিলো এবং অস্কারে প্রতিদ্বন্দ্বিতা করেছিল। কিন্তু এরপর তারা আর এগিয়ে যেতে পারেনি। যেসব সিনেমা রিলিজ করা হয়েছিল তাদের ধরন দর্শকরা পছন্দ করছে না।
তাদের গল্পের অন্যতম মুখ্য চরিত্র জোনাথন মেজরস এর বিরুদ্ধে মামলা হয় ও মার্ভেল বিব্রতকর অবস্থায় পড়েছে। জোনাথন মেজরস ব্যতীত মার্ভেলের অবস্থা আহত ঘোড়ার মতোই। তাকে আটক করার পর মার্ভেল বাধ্য হয়ে জোনাথন মেজরসকে অব্যাহতি দেয়।
গত বছর রিলিজ পেয়েছিল gardians of the galaxy ভলিউম থ্রি সিনেমাটি। মুক্তির পরে ৮৫ কোটি ডলারের বেশি আয় করেছিলো তারা। সৃজনশীলতার অভাবে এনিমেশন সিরিজ স্পাইরার ভার্সের জনপ্রিয়তা বাড়তে পারেনি।
ডেডপুলের কার্যক্রম এবং রিলিজ ডেট পিছিয়ে দিতে বাধ্য হবে মার্ভেল। কেননা ধর্মঘটের মত অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে তারা। অথচ deadpool নিয়ে দর্শকদের আগ্রহ ছিল তুঙ্গে। রায়ানের সাথে উলভারিন থাকার কারণে দর্শকদের আগ্রহ রয়েছে।
জনাথন মেজরসের পরিবর্তে তাদের নতুন একজনকে খুঁজে নিতে হবে যা তাদের জন্য সহজ বিষয় নয়। তাদের সর্বশেষ ভরসা এনিমেশন সিরিজ হোয়াইট এর সিজন টু। এ সিরিজের সাফল্যের দিকে তাকিয়ে আছে তারা। গত বছর মার্ভেলের জন্য দুঃস্বপ্নের বছর হলেও ২০২৪ সালে তারা ভালো কিছু আশা করছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।