সেই ২০০৯ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত দুজনে কাঁধে কাঁধ মিলিয়ে খেলেছেন রিয়াল মাদ্রিদে। জমা হয়েছে কত স্মৃতি। ক্রিশ্চিয়ানো রোনালদো এখন খেলছেন সৌদি ক্লাব আল নাসরে। আর ফুটবলকে পাকাপাকিভাবে বিদায় জানিয়ে দিয়েছেন রিয়াল মাদ্রিদের সাবেক ব্রাজিলিয়ান তারকা মার্সেলো। প্রিয়বন্ধুকে বিদায়ী শুভেচ্ছা জানাতে ভোলেননি সিআরসেভেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদো লিখেছেন, ‘আমার ভাই, কী অবিশ্বাস্য তোমার ক্যারিয়ার! আমরা একসঙ্গে অনেক সময় কাটিয়েছি, বছরের পর বছর অর্জন করেছি, জিতেছি এবং অবিস্মরণীয় সব মুহূর্ত আছে। তুমি সতীর্থের চেয়েও বেশি কিছু, আমার জীবনের সঙ্গী। সবকিছুর জন্য ধন্যবাদ বন্ধু। জীবনের নতুন মঞ্চে সকল ক্ষেত্রেই তোমার মঙ্গল কামনা করছি।’
রোনালদো আর মার্সেলো একসঙ্গে রিয়ালের হয়ে ৯ মৌসুমে খেলেছেন ৩৩২ ম্যাচ। জিতেছেন চারটি চ্যাম্পিয়নস লিগ, তিনটি ক্লাব বিশ্বকাপ, তিনটি ইউরোপিয়ান সুপার কাপ, দুটি লা লিগা, দুটি কোপা দেল রে এবং দুটি স্প্যানিশ সুপার কাপ। রোনালদোর পরিবারের সঙ্গে ব্রাজিলের সাবেক এই লেফটব্যাকের পরিবারের সম্পর্কও চমৎকার। তাদের টুইট চালাচালিও দেখা যায়।
২০১৮ সালে রোনালদো জুভেন্তাসে যোগ দেওয়ার পর মার্সেলোর স্ত্রী ক্ল্যারিস আলভেস লিখেছিলেন, ‘ক্রিশ্চিয়ানো রোনালদোর রিয়াল ছেড়ে চলে যাওয়ায় আমাদের জন্য খারাপ হয়েছে। আমরা একসঙ্গে অনেক সময় কাটিয়েছি। তার মা এবং জর্জিনার (রোনালদোর প্রেমিকা) সঙ্গেও ভালো সম্পর্ক। সে দুর্দান্ত। আমার ছেলে ক্রিশ্চিয়ানো রোনালদোর ছেলে জুনিয়রেরও খুব ভালো বন্ধু। মাদ্রিদ থেকে তার প্রস্থানে আমরা শূন্যতা অনুভব করি।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।