Advertisement
স্পোর্টস ডেস্ক: মালদ্বীপে ২২ হাজার দর্শক ধারণক্ষমতা সম্পন্ন ক্রিকেট স্টেডিয়াম বানাচ্ছে ভারত। হুলহুমেলে আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ স্টেডিয়ামটি নির্মাণ করা হবে। মালদ্বীপে অবস্থিত ভারতের হাইকমিশনার এক টুইট বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন।
তবে কবে নাগাদ স্টেডিয়ামটি তৈরির কাজ শুরু হবে তা নিয়ে কিছু বলা হয়নি। শুধু স্টেডিয়াম নয় হুলহুমেলে একটি ১০০ শয্যার ক্যানসার হাসপাতালও ভারতের সহায়তায় নির্মাণ হবে বলে জানিয়েছেন মালদ্বীপের ভারতীয় হাই কমিশনার।
তিনি জানিয়েছেন, স্টেডিয়াম ও হাসপাতালকে কেন্দ্র করে হবে আরও কিছু উন্নয়র কার্যক্রম। মানবসম্পদ উন্নয়নের হবে কাজ। তৈরে হবে পার্ক যেখানে অবসর কাটানোর পাশাপাশি ফিটনেস নিয়ে কাজ করার সুযোগ থাকবে। এ কাজে হাউজিং ডেভেলপমেন্ট কর্পোরেশনকে পার্টনার হিসেবে পাচ্ছে ভারতীয় হাইকমিশনার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।