বিনোদন ডেস্ক : নীল জলের দেশে অবসর যাপন করছেন তাঁরা। রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়। বৃহস্পতিবার সকালে দু’জনেই নিজেদের ছবি পোস্ট করেছিলেন তাঁরা। এ বার একসঙ্গে লেন্সবন্দি হলেন ‘রাজশ্রী’।
ইনস্টাগ্রামে একটি সংক্ষিপ্ত ভিডিও দিয়েছেন শুভশ্রী। সেখানে দেখা যাচ্ছে, রাজের হাতে মাথা রেখে শুয়ে রয়েছেন তিনি। খালি গায়ে রাজ। চোখে কালো চশমা। শুভশ্রী পরেছেন হালকা রঙের ট্যাঙ্ক টপ।
রাজ-শুভশ্রীর অনুরাগীরা তাঁদের এই ঘনিষ্ঠ মুহূর্ত দেখে আপ্লুত। পোস্টের মন্তব্য বাক্সে ভালবাসা প্রকাশ করেছেন তাঁরা।
মালদ্বীপে যাওয়ার পর থেকেই অবসর যাপনের নানা ঝলক ইনস্টাগ্রামের মাধ্যমে সকলের সঙ্গে ভাগ করে নিচ্ছেন রাজ-শুভশ্রী। কখনও শুভশ্রী গোসল-পোশাকে ছবি দিচ্ছেন। কখনও আবার রাজ সেখানকার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার ছবি দিচ্ছেন। ব্যস্ততার মাঝেই একে অপরের সঙ্গে সময় কাটানোর পথ খুঁজে নিয়েছেন তাঁরা। সঙ্গে আছে ছেলে ইউভানও। আনন্দবাজার
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।