সাম্প্রতিক সময়ে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন কয়েক প্রজন্মের হার্টথ্রব, জনপ্রিয় গায়ক তাহসান খান। নববিবাহিতা স্ত্রী রোজা আহমেদের সঙ্গে হানিমুনে গিয়েছেন তিনি প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি মালদ্বীপে। এমন নাতিশীতোষ্ণ আবহাওয়ায় আপনিও কিন্তু পরিকল্পনা করতে পারেন সেখানে বেড়াতে যাওয়ার। রোজা আহমেদের সামাজিক মাধ্য়ামে শেয়ার করা তাঁদের হানিমুন ডেস্টিনেশনের নয়নাভিরাম ছবি আর ভিডিও দেখে যে কারো ইচ্ছা হবে মালদ্বীপ থেকে ঘুরে আসতে।
এদিকে ভারতীয় ভ্রমণ ভিসা বন্ধ হয়ে যাওয়ায় ভ্রমণপ্রেমীরা এমনিতেও ঝুঁকছেন নেপাল,ভুটান আর মালদ্বীপের দিকে। আর এখন চলছে বিয়ের মৌসুম। যেকোনো নতুন জুটির জন্য মধুচন্দ্রিমায় মালদ্বীপ হতে পারে স্বপ্নের গন্তব্য। তাহসান খান ও রোজা আহমেদ দম্পতির ছবি ও ভিডিও তা-ই বলছে। মালদ্বীপের বালুকাময় সৈকতে রোজার টকটকে লাল ভি নেক গাউনের চোখজুড়ানো ছবি ঘুরে বেড়াচ্ছে সামাজিক মাধ্যমে। যারা রোজা আর তাহসানের মতো প্রিয় মানুষকে নিয়ে সুন্দর সময় কাটাতে যেতে চান মালদ্বীপে, এবার তাঁদের জন্য রইলো কিছু জরুরি তথ্য।
এমনিতেই তিন রাত চার দিনের প্যাকেজে বিমান খরচ বাদে সর্বনিম্ন ৩০ হাজার টাকায় ঘুরে আসা যায় মালদ্বীপে। বিভিন্ন ট্রাভেল গ্রুপ এখন দিচ্ছে বিশেষ ছাড় ও দারুণ সব প্যাকেজ অফার। মালদ্বীপ ভ্রমণ দারুণভাবে উপভোগ করতে কমপক্ষে পাঁচ রাত থাকার পরিকল্পনা করা ভালো। এতে সবকিছু সুন্দর ভাবে ঘুরে দেখতে পারবেন ও উপভোগ করতে পারবেন।
মালদ্বীপ ভ্রমনে গেলে অবশ্যই সী প্লেন ও স্পিড বোট চড়তে ভুলবেননা। নিঃসন্দেহে দারুণ অভিজ্ঞতা হয়ে থাকবে। অবশ্যই প্রাইভেট আইল্যান্ডে একদিন কাটাতে পারেন। নীল সমুদ্রের পারে নিজেই একদিনের রাজা রানি হবেন সেটা এক দারুণ ব্যাপার। চেষ্টা করবেন যেন দিনের বেলা মালদ্বীপে পৌঁছাতে পারেন। কারণ মূল দ্বীপে যেতে সী বোর্ড বা ওয়াটার ট্যাক্সি চড়তে হবে, যা দিনের বেলা নিরাপদ। মালদ্বীপের সৌন্দর্য দেখতে হলে দিনের বেলাই সবচেয়ে উপযোগী।
ব্যক্তিগত দ্বীপগুলোতে কোন দোকান পাট বা শপিং মল নেই।তাই প্রয়োজনীয় সব কিছু নিজের ব্যাগে রাখুন। সেখানে ছোট বুটিক শপ থাকলেও জিনিস পত্রের দাম অনেক বেশি। যেহেতু এটি একটি মুসলিম প্রধান দেশ তাই এলকোহল, পর্ক ও নিষিদ্ধ পণ্য এখানে নেওয়া যাবেনা। আইনে এসব নিষিদ্ধ করা। এয়ারপোর্ট চেক ইনে আপনার কাছে এগুলো থাকলে রেখে দেয়া হবে। তাই আগে থেকেই সাবধান।
এই ছোট ছোট বিষয়গুলো মাথায় রেখে আজই পরিকল্পনা করে ফেলুন মালদ্বীপে বেড়াতে যাওয়ার৷ তাহসান আর রোজার মতো হানিমুন হতে পারে তা৷ অথবা বন্ধুরা বা পরিবারের সবাই মিলে ঘুরতে যাওয়া৷ রোমান্সের স্পার্ক আরেকবার ঝালিয়ে নিতে দ্বিতীয় হানিমুনে গেলেই বা ঠেকায় কে!
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।