আন্তর্জাতিক ডেস্ক : মালয়েশিয়ায় জাল ওয়ার্ক পারমিট সিন্ডিকেটের দুই সদস্যকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন পুলিশ। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) মালয়েশিয়ার অভিবাসন বিভাগের অফিসিয়াল ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন অভিবাসন অধিদফতরের প্রধান রুসলিন বিন জুসোহ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মালয়েশিয়ায় বৈধকরণ কর্মসূচি ‘আরটিকে ২.০’ প্রোগ্রামে বৈধকরণ করতে বিদেশি কর্মীদের টার্গেট করে জাল ওয়ার্ক পারমিট সিন্ডিকেট পরিচালনা করায় গত দুই সপ্তাহ ধরে পরিচালিত অভিযোগ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অপারেশন টিম একজন ভারতীয় ও একজন বাংলাদেশি নাগরিককে আটক করতে সক্ষম হয়েছে।
আটক দুজনই সিন্ডিকেটের ‘মূল পরিকল্পনাকারী’ বলে সন্দেহ করা হচ্ছে। তারা ২৮ থেকে ৩১ বছর বয়সী। আটকের সময় তাদের কাছ থেকে বিভিন্ন দেশের বিপুল পাসপোর্ট, অস্থায়ী ওয়ার্ক ভিজিট পাস (পিএলকেএস), নির্মাণ শিল্প উন্নয়ন বোর্ডের (সিআইডিবি) কার্ড, দুটি ল্যাপটপ এবং একটি প্রিন্টার জব্দ করা হয়েছে।
তাদের কারও কাছে মালয়েশিয়ায় বসবাসের বৈধ পাস ছিল না। তবে দুজনের কারও নামই প্রকাশ করা হয়নি।
জানা গেছে, সিন্ডিকেটটি বাংলাদেশ, ভারত এবং পাকিস্তানের মতো দেশের নাগরিকদের টার্গেট করছে যাদের মালয়েশিয়ায় বিভিন্ন সমস্যা রয়েছে। যাদের দেশটিতে থাকার পরিচয়পত্র অথবা ভিসা নেই এমন বিদেশি কর্মীদের জাল পাসপোর্ট, জাল কাজের ভিসা, জাল সিআইডিবি কার্ডের মতো পরিষেবাগুলো সরবরাহ করে আসছে সিন্ডিকেটটি।
তারা এক বছর ধরে এমন কার্যক্রম চালিয়ে আসছে বলে ধারণা করা হচ্ছে এবং পাসপোর্টের প্রতি অনুলিপি প্রায় এক হাজার রিঙ্গিত, কাজের ভিসা এবং সিআইডিবি কার্ড প্রতি ৫০০ রিঙ্গিত আদায় করে আসছে বলে জানা যায়।
আটকদের ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/৬৩, পাসপোর্ট অ্যাক্ট ১৯৬৬ এবং ইমিগ্রেশন রেগুলেশন ১৯৬৩-এর অধীনে অপরাধের সন্দেহে আটক করা হয়েছে এবং আরও তদন্তের জন্য পুত্রজায়া ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।