আন্তর্জাতিক ডেস্ক : অনুমতি ছাড়া রয়্যাল মালয়েশিয়ার পুলিশের ইউনিফর্ম সেলাইয়ের পর বিক্রি করার অভিযোগে তিন বাংলাদেশিসহ ৬ জনকে আটক করেছে দেশটির পুলিশ।
স্থানীয় সময় মঙ্গলবার (২৫ মে) দেশটির জাতীয় বার্তা সংস্থা বার্নামার বরাত দিয়ে কুয়ালালামপুরের পুলিশ প্রধান দাতুক শাহারন আনোয়ার আবদুল লতিফ এসব কথা জানান।
তিনি জানান, ১৯ মে বিকাল ৩টার দিকে কুয়ালালামপুরের পেকান সুঙ্গাই বেসির তিনটি দোকানে পৃথক অভিযানে তাদের আটক করা হয়। আটকৃতদের বয়স ৩০ থেকে ৫২ বছর।
পুলিশ আরও জানায়, সন্দেহভাজন ৩ বাংলাদেশিসহ স্থানীয় আরও ৩জন মহিলা ওই দোকানগুলোতে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। তাদের সবাইকে আরও তদন্তের জন্য চেরাস জেলা পুলিশ সদর দফতরে নিয়ে যাওয়া হয়। পরে সন্দেহভাজন এক নারীকে জামিনে মুক্তি দেওয়া হয়।
এদিকে, আটকদের জিজ্ঞাসাবাদের জন্য ৭ জুন পর্যন্ত রিমান্ডে নেওয়া হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।