মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফরের তারিখ ঘোষণা

জুমবাংলা ডেস্ক : ঢাকা সফরে আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। আগামী ৪ অক্টোবর তিনি ঢাকা আসবেন।

মঙ্গলবার (০১ অক্টোবর) সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

সংক্ষিপ্ত এই সফরে আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ৫৮ সদস্যের একটি প্রতিনিধি দলও ঢাকায় আসবেন বলে জানিয়েছেন তিনি।

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর এটিই হবে বিদেশি কোনো সরকারপ্রধানের ঢাকা সফর।

তৌহিদ হোসেন জানান, মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে। এতে বাণিজ্য, শ্রমবাজারসহ নানা ইস্যুতে আলোচনা হওয়ার কথা রয়েছে।

এ সময় ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘দুই দেশের স্বার্থেই দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিতে ঢাকা-দিল্লি ঐক্যমত হয়েছে।’

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, নিজেদের স্বার্থে সুসম্পর্ক রাখতে চায় বাংলাদেশ-ভারত, আগামী মাসে বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশনের (বিমসটেক) সামিটে দুই সরকার প্রধানের দেখা হতে পারে। এ ছাড়া শিগগিরই সব ধরনের ভিসা চালু করবে ভারত।