আন্তর্জাতিক ডেস্ক : মালয়েশিয়ার সাপ্তাহিক একটি খোলা বাজারে দেশীয় পণ্য বিক্রি করে আসছেন প্রবাসী বাংলাদেশিরা। দেশীয় পোশাক ছাড়াও এরমধ্যে রয়েছে ফুচকা, চটপটি, পানসহ বাংলাদেশের বিভিন্ন ঐতিহ্যবাহী খাবার। তবে এ নিয়ে নানা প্রতিক্রিয়া জানিয়েছেন দেশটির স্থানীয় বাসিন্দাসহ নেটিজেনরা।
স্থানীয় সময় শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সেলাঙ্গর রাজ্যের ক্লাং জেলার মেরু এলাকার একটি সাপ্তাহিক খোলা বাজারে বাংলাদেশিদের এসব পণ্য বিক্রির একটি ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা করা হয়।
পোস্ট করার অল্প সময়ের মধ্যেই ভিডিওটি বেশ ভাইরাল হয়। বাংলাদেশিদের পণ্য বিক্রির ভিডিওটি দেখে নেটিজেনরা নানা প্রতিক্রিয়া জানিয়েছেন।
অনেকে বলছেন, স্থানীয় আইনের তোয়াক্কা না করে সাপ্তাহিক এই বাজারটিতে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের অভিবাসীরা নিয়মিত ব্যবসা পরিচালনা করছেন। যেখানে বেশিরভাগ পণ্যই তাদের দেশীয়। এটা বন্ধ করা দরকার।
এছাড়া লাইসেন্সবিহীন এসব দোকানীদের বিরুদ্ধে দ্রুত তদন্ত করার জন্য আইন প্রয়োগকারী সংস্থার প্রতি আহ্বানও জানান অনেকেই।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।