বিনোদন ডেস্ক: আশির দশকে বাংলা সংগীতাঙ্গনের সাড়া জাগানো সংগীতশিল্পী ফেরদৌস ওয়াহিদ। এই প্রথমবার কাওয়ালি গানে কণ্ঠ দিলেন এই পপ তারকা। শুধু গান নয়, গানের মডেলও হয়েছেন তিনি। তবে বিপত্তি শুরু হয় টুপি নিয়ে। তার পছন্দের টুপি ঢাকায় পাওয়া যাচ্ছিল না। তাই মালয়েশিয়া থেকে আনতে হয়েছে টুপি।
কিংস এন্টারটেইনমেন্টের ব্যানারে নতুন বছরের শুরুতে এটি প্রকাশ পাবে বলে জানা গেছে। নতুন গানে কণ্ঠ দেওয়া প্রসঙ্গে ফেরদৌস ওয়াহিদ বলেন, সংগীত ক্যারিয়ারে নানা ধাঁচের গান করেছি। তবে কাওয়ালি গান নিয়ে প্রথমবার শ্রোতাদের সামানে হাজির হবো। গানের কথা অসাধারণ! সুরও ভালো। শ্রোতারা যে ধরনের কাওয়ালি শুনতে চান, তেমনই। বড় সেটে ফিল্মি কায়দায় গানের দৃশ্যায়ন হয়েছে।
এতে তার গেটআপ নিয়ে বলেন, গেটআপেও ছিল যত্নের ছাপ। আমার মাথার মাপে টুপি ঢাকায় পাওয়া যাচ্ছিল না। যে কারণে মালয়েশিয়া থেকে আনাতে হয়েছে। শ্রোতাদের জন্য আমার নতুন বছরের উপহার।
সম্প্রতি রাজধানীর নতুনবাজার এলাকায় ‘ছোট্ট একটা ভালোবাসা’ শিরোনামে এই গানের ভিডিওতে অংশ নিয়েছেন তিনি। বিগ বাজেটের এ মিউজিক ভিডিওতে তাকে দেখা যাবে ভিন্নরূপে।‘অস্ত রবির গোধূলি বেলায়/ মেতেছিল প্রেমেরি মেলায়/ লিখেছিল রূপকথা/ ছোট্ট একটি ভালোবাসা’- এমন কথায় গানটি লিখেছেন পথিক বেগম।পাশাপাশি সুরও করেছেন তিনি। মেহেদী বাপনের সংগীতায়োজনে এর মিউজিক ভিডিওর নির্দেশনা দিয়েছেন খন্দকার বাপ্পী।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।