
আন্তর্জাতিক ডেস্ক : মালয়েশিয়ায় কাজ করার সময় মাটিচাপায় দুই বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন, মো.শরীফুল (৪৩) ও জুলহাস রহমান (২৭)।
বৃহস্পতিবার তামেরলোহ জেলার মেনতাকাবে একটি নির্মাণ প্রকল্প এলাকায় এ ঘটনা ঘটে।
মালয়েশিয়ার সরকারি বার্তা সংস্থা বারনামা থেকে এ তথ্য জানা গেছে।
তামেরলোহ জেলার পুলিশ প্রধান এসিপি মোহাম্মদ ইউসরি ওসমান এ বিষয়ে জানান, বৃহস্পতিবার স্থানীয় সময় বিকাল ৪টা ১৫ মিনিটের দিকে তিন শ্রমিক পয়ঃনিষ্কাশন পাইপ বসানোর জন্য ছয় মিটার গভীর খাদে কাজ করছিলেন। ওই সময় দুটি এক্সকাভেটর মাটি তুলে খাদের কিনারায় জমা করছিল। হঠাৎ মাটির বিশাল স্তুপ খাদের মধ্যে পড়ে দুর্ঘটনা ঘটে। এরপর খাদের ভেতর থেকে এক জন উদ্ধার হলেও অপর দুজনকে জীবিত উদ্ধার করা যায়নি।
পরে উদ্ধারকারীরা তাদের মৃতদেহ উদ্ধার করে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


