আন্তর্জাতিক ডেস্ক : কাগজপত্র না থাকা অভিবাসীদের ধরতে অভিযানে নেমে গত চারদিনে এক বছর বয়সী শিশুসহ মোট ৯২ জনকে গ্রেপ্তার করেছে মালয়েশিয়া পুলিশ। এর মধ্যে ২১ জন বাংলাদেশি নাগরিক।
জোহর পুলিশের প্রধান দাতুক আইয়ুব খান মইদিন পিচাইয়ের বরাত দিয়ে মালয় মেইল জানিয়েছে, বাংলাদেশিদের গ্রেপ্তার করা হয়েছে গত মঙ্গলবার। তারা পোর্ট তানজং পেলেপা এলাকার কাছে একটি বাসে ছিলেন। রাস্তা আটকে তল্লাশির সময় ‘কোনো বৈধ কাগজপত্র’ না থাকায় বাংলাদেশিদের গ্রেপ্তার দেখানো হয়।
চারদিনের অভিযানে গ্রেপ্তার হওয়া ৯২ জনের মধ্যে এক থেকে ৫৩ বছর বয়সী পর্যন্ত মানুষ আছেন। এর মধ্যে দশজনের মতো পাচারকারী বলে সন্দেহ পুলিশের।
পুলিশ বলছে, অভিযুক্তরা অবৈধভাবে মালয়েশিয়া ত্যাগ করতে চেয়েছিলেন।
সন্দেহভাজনদের হেফাজতে নেয়ার কথা জানিয়েছেন কর্মকর্তারা। তাদের বিরুদ্ধে মানবপাচার বিরোধী ২৬এ ধারায় তদন্ত শুরু হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।