স্পোর্টস ডেস্ক : টাইগারদের অন্যতম ব্যাটিং ভরসা তামিম ইকবালের ব্যাটে রানের খরায় হাহাকার ছিল ক্রিকেট অঙ্গনে। সেই তামিম ব্যাট হাতে রানের ধারায় স্বরূপে ফিরলেন একদিনের ক্রিকেটে দেশের ইতিহাসের সেরা ইনিংস খেলে, নিজের রেকর্ড ভেঙে।

নিজের রেকর্ড রানের পর ম্যাচ শেষে তামিম জানান, তিনি জানতেন- বড় একটা ইনিংস খেলতে চলেছেন। অবশ্য মাশরাফি বিন মুর্তজা বললেন উল্টো কথা। তামিমের সামর্থ্য নিয়ে প্রশ্ন না থাকলেও এই ম্যাচেই বাজিমাত করবেন- ভাবেননি অধিনায়ক।
ম্যাচসেরার পুরস্কার পাওয়া তামিম ইনিংসের শুরু থেকেই ছিলেন ছন্দে। জিম্বাবুয়ের বোলারদের দেখেশুনে মোকাবেলা করে পূর্ণ করেন দেড়শ রান। সাজঘরে ফেরার আগে ১৫৮ রানের ইনিংস খেলে গুড়িয়ে দেন জিম্বাবুয়ের মনোবল।
জিম্বাবুয়ে দুর্দান্ত লড়াই করলেও দিনশেষে ম্যাচের পার্থক্য স্পষ্টভাবেই গড়ে দিয়েছে তামিমের সেই ইনিংস। ম্যাচসেরার পুরস্কার নিতে এসে তামিম বলেন- ‘টেস্ট ও নেটে আমি ভালো ব্যাট করছিলাম। আমি জানতাম, আমার ব্যাট থেকে বড় কিছু আসছে। উত্থানপতন ছিল, তবে সব মিলিয়ে উইকেটটা ব্যাটিংয়ের জন্য বেশ ভালোই ছিল।’
আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে মাশরাফির কাছে জানতে চাওয়া হয়- তামিম এত বড় ইনিংস খেলতে চলেছেন তা জানতেন কি না। স্মিথ হেসে অধিনায়ক জানান, তামিমের ব্যাট থেকে এমন একটি দুর্দান্ত ইনিংস আসছে তা অনুমান করেননি। তবে প্রশ্ন ছিল না তামিমের সামর্থ্য ও দক্ষতা নিয়ে।
সংবাদমাধ্যমকে মাশরাফি বলেন,*‘আমরা জানতাম না এমন একটা ইনিংস অপেক্ষা করছে। তবে সে এমন ইনিংস খেলতে পারে এটা জানতাম। তার জন্য ও দলের জন্য ইতিবাচক যে এত বড় ইনিংস খেলল।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


