জুমবাংলা ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হয়েছেন মাশরাফি বিন মর্তুজা ও সাকিব আল হাসান।
সোমবার জাতীয় সংসদের অধিবেশনে এই কমিটিসহ মোট ১৬টি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়। এর আগে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর এমপির সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন গত মেয়াদে এই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। কমিটিতে সদস্য হিসেবে আছেন- মন্ত্রী নাজমুল হাসান পাপন, মাশরাফি বিন মর্তুজা, শফিকুল ইসলাম, মাইনুল হোসেন খান, আব্দুস সালাম মূর্শেদী, সাকিব আল হাসান, সোলায়মান সেলিম ও মহিউদ্দীন মহারাজ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।