জুমবাংলা ডেস্ক : প্রাণঘাতী করোনারভাইরাসের প্রাদুর্ভাব শুরুর থেকে নড়াইলে জেলায় বেশ কিছু চোখে পড়ার মতো পদক্ষেপ গ্রহণ করেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মুর্তজা। যার প্রসংশা করেছেন স্বয়ং প্রধানমন্ত্রীও। নড়াইল-১ আসনের সংসদ সদস্যের ভুমিকা যদিও কম ছিলনা৷ এই দুজনের এমন উদ্যোগের সুফল পেতে শুরু করেছে নড়াইলবাসী।
নড়াইল জেলায় করোনাভাইরাসে আক্রান্ত ১২ জনের সবাইকে করোনা নেগেটিভ ঘোষণা করেছে স্বাস্থ্য বিভাগ। এর ফলে নড়াইল জেলাকে করোনা মুক্ত ঘোষণা করেছে নড়াইল জেলা প্রশাসক।
রবিবার (১০ মে) এবং সোমবার (১১ মে) নড়াইল সদরে তিন চিকিৎসকসহ চারজন এবং লোহাগড়ায় তিন চিকিৎসকসহ আটজনের দ্বিতীয় দফায় নমুনা পরীক্ষায় রিপোর্ট নেগেটিভ এসেছে।
সোমবার (১১ মে) সকালে নড়াইলের সিভিল সার্জন ডা. আব্দুল মোমেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বর্তমানে নড়াইল জেলা করোনামুক্ত। জেলায় করোনা শনাক্ত হওয়া কোনা রোগী নেই।’
এর আগে জেলার লোহাগড়া পৌর এলাকায় প্রথম করোনায় আক্রান্ত রোগী সৈয়দ সুজন আলীকে করোনামুক্ত ঘোষণা করে স্বাস্থ্য বিভাগ।
এ বিষয়ে জেলা প্রশাসক আনজুমান আরা বলেন, ‘নড়াইলে বর্তমানে করোনা রোগীর সংখ্যা শূন্য। তবে করোনামুক্ত বলা যাবে না।’
উল্লেখ্য, নড়াইল জেলায় করোনা মোকাবেলায় মাশরাফীর উদ্যোগের প্রসংশা করেছেন সকলেই। করোনা মোকাবেলায় ডাক্তার ও সাংবাদিকদের মধ্যে পিপিই বিতরণ করেন মাশরাফী। নড়াইল জেলা হাসপাতাল, পুলিশ লাইন ও শহরের প্রবেশ পথে স্হাপন করেন জীবাণুনাশক কক্ষ। চালু করেন ভ্রাম্যমাণ মেডিকেল টিম ও টেলিমেডিসিন সেবা। এছাড়াও লকডাউন নিশ্চিত করতে নড়াইলের ৫ হাজারেরো বেশি মানুষকে খাদ্য ও আর্থিক সহায়তা করেন মাশরাফী। তার এসব পদক্ষেপে সহযোগিতা করেছে তার নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।