স্পোর্টস ডেস্ক : তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট ম্যাচ খেলতে আগামী ১০ জানুয়ারি বাংলাদেশে আসছে ওয়েস্ট ইন্ডিজ দল। কোয়ারেন্টিন শেষে ২০ জানুয়ারিতে স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামবেন ক্যারিবীয়রা।
আর সিরিজ সামনে রেখে ১০ জানুয়ারি থেকে অনুশীলন ক্যাম্প শুরু করবেন টাইগাররা।
সিরিজ সামনে রেখে ও অনুশীলন ক্যাম্পে যোগ দিতে আজ যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরছেন একসময়ের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সঙ্গে আসছেন তার মা শিরিন রেজা। আসছেন না সন্তানসম্ভব্য স্ত্রী শিশির ও এ দম্পতির দুই মেয়ে।
কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে রবিবার সকাল ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে সাকিবের।
গত বছরের এপ্রিলে সাকিব-শিশির দম্পতির দ্বিতীয় কন্যা ইররাম হাসানের জন্ম হয়। সে সময় নাতনিকে দেখতে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন সাকিবের মা শিরিন রেজা। সাকিব এর পর দেশে ফিরলেও তার মা সেখানেই ছিলেন।
গত নভেম্বরে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে জেমকন খুলনার হয়ে খেলেন সাকিব। তার দল চ্যাম্পিয়ন হলেও ফাইনালে খেলতে পারেননি তিনি। তার আগেই শ্বশুরের অসুস্থতার খবর শুনে যুক্তরাষ্ট্রে চলে যান সাকিব। তখন থেকে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এ বিশ্বসেরা অলরাউন্ডার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।