জুমবাংলা ডেস্ক: আজ ৯ আগস্ট (সোমবার) ২০২১ থেকে ওমরাহর আবেদন গ্রহণ করা শুরু হচ্ছে বলে জানিয়েছে সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়। আবেদনকারীরা ‘ইতিমারনা’ (Eatmarna) ও ‘তাওয়াক্কালনা’ (Tawakkalna) অ্যাপের মাধ্যমে আবেদন করতে পারবেন।
মন্ত্রণালয়ের তথ্যমতে, প্রতি মাসে ২০ লাখ মুসল্লি ওমরাহ পালনের সুযোগ পাবেন। প্রতিদিন আটটি পৃথক সময়ে ৬০ হাজার করে মুসল্লি তাওয়াফ করতে পারবেন।
হজ ও ওমরাহ বিষয়ক উপমন্ত্রী আবদুল ফাত্তাহ বিন সুলাইমান মাশাত বলেন, ওমরাহর পরিবেশ নিরাপদ করতে মন্ত্রণালয় অন্য কর্তৃপক্ষের সঙ্গে একযোগে কাজ করে যাচ্ছেন।
তবে ওমরাহ পালন ও পবিত্র দুই মসজিদ পরিদর্শনের জন্য করোনার টিকা গ্রহণ করা আবশ্যক। মুসল্লিদের নিজ নিজ দেশের যথাযথ কর্তৃপক্ষের অনুমোদিত টিকাগ্রহণের সনদপত্র থাকতে হবে এবং সৌদি আরবের অনুমোদিত টিকা গ্রহণ করতে হবে।
উল্লেখ্য, করোনার কারণে প্রায় দেড় বছর ধরে সৌদি আরব সরকার অন্য দেশ থেকে গিয়ে ওমরাহ পালনের অনুমতি দেয়নি। গত দুই বছর হজেরও সুযোগ পেয়েছেন সেসব সীমিতসংখ্যক মুসল্লি, যারা আগে থেকে সৌদি আরবে অবস্থান করছেন। হিজরি নববর্ষের প্রথম দিন ৯ আগস্ট থেকে মুসল্লিরা আবারও ওমরাহ পালনের আবেদন করতে পারবেন।
তথ্যসূত্র: আরব নিউজ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।