আন্তর্জাতিক ডেস্ক : উদ্বেগজনক হারে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে চলায় কঠোর থেকে কঠোরতম হচ্ছে কাতার সরকার। পুরো দেশের কোথাও কোনো ব্যক্তিকে মাস্ক ব্যতীত দেখলে ৫ কোটি টাকা জরিমানা (২ লাখ রিয়েল) বা তিন বছরের কারাদণ্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সেখানকার সরকারের মন্ত্রিপরিষদ। বৃহস্পতিবার করোনার সংক্রমণ নিয়ন্ত্রণ করতে কাতার সরকারের নিয়মিত মন্ত্রিপরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভাপতিত্ব করেন কাতারের প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ খালিদ বিন খলিফা বিন আব্দুল আজিজ আল-থানী। মাস্ক না পরলে জেল-জরিমানা ছাড়া আরও কয়েকটি বিষয়ে ওই বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ করে দেশটির মন্ত্রিপরিষদ।
বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী রবিবার থেকে পুরো কাতারজুড়ে নাগরিক-প্রবাসীদের মাস্ক পরিধান করে চলতে হবে। কোনো গাড়িতে একের অধিক যাত্রী থাকলে সকলকেই মাস্ক পরে থাকতে হবে। একা গাড়ি চালনার সময়ও চালককে মাস্ক পরতে হবে। মাস্ক ব্যতীত কাউকে দেখা গেলে বা নতুন নিয়ম অমান্য করলে ২ লাখ রিয়েল বা ৩ বছরের কারাদণ্ড দেওয়া হবে। ক্ষেত্র বিশেষে উভয়দণ্ড দেওয়া হবে। অনির্দিষ্টকালের জন্য এ সিদ্ধান্ত চালু থাকবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।