করোনা ভাইরাসের কারণে মাস্ক না পরায় একটি ছাগলকে গ্রেফতার করেছে পুলিশ। শুনতে উদ্ভট লাগলেও সত্যি এমনটি ঘটেছে বলে জানিয়েছে ভারতের একাধিক গণমাধ্যম।
প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর প্রদেশের কানপুরের বেকনগঞ্জ এলাকাতে ঘটেছে এই ঘটনা।
ঘটনার বিস্তারিত সম্পর্কে জানা যায়, ওই এলাকাতে একটি ছাগল বিনা মাস্কে ঘুরে বেরানোর কারণে গ্রেফতার করে কানপুর পুলিশ। ইতোমধ্যে এই ঘটনা দেশটির সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।
জানা যায়, ওই ছাগলটিকে গ্রেফতার করে পুলিশ জিপে করে থানায় নিয়ে যায়। পরবর্তীতে খবর পেয়ে ছাগলটির মালিক থানাতে অনুরোধ করে ছাগলটি ছাড়িয়ে আনেন। কিন্তু পুলিশের পক্ষ থেকে ছাগলের মালিককে কড়া ধমক দিয়ে সতর্ক করা হয়, আর যেন মাস্ক না পরে ছাগল বাইরে না ঘুরে বেড়ায়।
দেশটির গণমাধ্যমের খবরে আরও বলা হয়েছে, যে পুলিশ কর্মকর্তা ছাগটিকে থানায় নিয়ে আসেন, তিনি স্বীকার করেছেন ছাগলটি মাস্ক না পরায় লকডাউন আইন লঙ্ঘন করা হয়েছে। ওই পুলিশ কর্মকর্তার দাবি, এই পরিস্থিতিতে অনেক ব্যক্তি নিজেদের বাড়ির পোষা কুকুরকে পর্যন্ত মাস্ক পরিয়ে রাখছেন তাহলে কেন ছাগলটিকে মাস্ক পরান হবে না।
দেশটির পুলিশের এমন কর্মকাণ্ডের পর থেকে সামাজিক মাধ্যম ব্যবহারকারীরা করছেন নানা সমালোচনা।
তবে আনোয়ারগঞ্জ পুলিশ স্টেশনের সাইফুদ্দিন বেগ নামে এক পুলিশ কর্মকর্তা বলেন, একটি ছেলেকে মাস্ক না পরে ওই ছাগলটি নিয়ে রাস্তায় ঘুরতে তারা দেখেছিলেন। পুলিশ দেখেই ছাগলটিকে ফেলে ওই ছেলেটি পালয়ে যায়। আর সেই কারণেই তারা ওই ছাগলটি নিয়ে থানাতে আসেন। নিউজ ১৮, টাইমস নাউ, রিপাললিক ওয়ার্ল্ড।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।