আন্তর্জাতিক ডেস্ক : ভারতের গুজরাটে মাস্ক না পরার জন্য জরিমানা দিতে হয়েছে রাজ্যটির ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ঈশ্বসিং ঠাকোরভাই প্যাটেলকে। মাস্ক না পরার অপরাধে তাকে ২০০ রুপি জরিমানা করা হয়েছে।
গান্ধীনগরে সাপ্তাহিক মন্ত্রিসভার বৈঠকে ঈশ্বসিং ঠাকোরভাই প্যাটেল উপস্থিত হন মাস্ক ছাড়াই। সেই বৈঠকে মন্ত্রিসভার অন্যান্য় সদস্য ও একাধিক আমলা ও উপস্থিত ছিলেন। সবারই মুখ ঢাকা ছিল মাস্কে। তবে প্যাটেলের মুখে মাস্ক না-থাকায় তাঁকে ২০০ রুপি জরিমানা করা হয়। যদিও বৈঠক থেকে বেরনোর সময় তাঁর মুখে মাস্ক ছিল। তিনি সকালে মাস্ক না-পরেই বৈঠকে চলে যাওয়ায় ক্ষমাও চেয়ে নেন। গান্ধীনগর পুরনিগমে নিজে গিয়েই জরিমানার অর্থ দিয়ে আসেন মন্ত্রী।
তবে নিজে ইচ্ছাকৃতভাবে নির্দেশিকা ভাঙ্গতে চাননি বলে জানিয়েছেন প্যাটেল। তিনি বলেন, ‘একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে আমি সবসময় সবাইকে মাস্ক পরতে বলব। রাজ্যে করোনাভাইরাসকে ঠেকাতে সবাই অবশ্যই মাস্ক পরুন।’
পাবলিক প্লেসে মাস্ক পরা বাধ্যতামূলক করেছে গুজরাত সরকার। সেই নিয়ম ভাঙলে ২০০ রুপি জরিমানাও করা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।