স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে ৯৯ রানে নিশ্চিত আউট থেকে বেঁচে গিয়ে সেঞ্চুরির দেখা পান শ্রীলঙ্কান অধিনায়ক কুসাল পেরেরা। মাহমুদউল্লাহর ক্যাচ মিসে মাতলেন অধিনায়ক হিসেবে প্রথম সেঞ্চুরির আনন্দে।
আজ (শুক্রবার) মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ দল। টস জিতে টাইগারদের ফিল্ডিংয়ে পাঠান সফরকারী অধিনায়ক কুসাল পেরেরা।
এদিকে ওপেনিংয়ে নেমে বাংলাদেশি বোলারদের ওপর ব্যাট হাতে শাসন করে যাচ্ছিলেন পেরেরা। নিজে সেঞ্চুরি করেছেন। তিন সতীর্থের সঙ্গে ষাটোর্ধ তিনটি জুটি উপহার দিয়েছেন।
অবশেষে সেই কুসালকে থামালেন এই সিরিজে অভিষিক্ত পেসার শরিফুল ইসলাম। তার বলে সেই মাহমুদউল্লাহ রিয়াদের তালুবন্দি হন কুসাল। যে মাহমুদউল্লাহর কল্যাণে তিনি ৯৯ রানে জীবন পেয়েছিলেন! আউট হওয়ার আগে কুসালের সংগ্রহ ১২২ বলে ১১ চার ১ ছক্কায় ১২০ রান।
মিরপুর শেরে বাংলায় টস জিতে ব্যাটিং বেছে নেয় শ্রীলঙ্কা। ৮২ রানের ওপেনিং পার্টনারশিপ উপহার দেন দানুশকা গুনাথিলকা আর অধিনায়ক কুসাল পেরেরা। ৩৩ বলে ৩৯ করা গুনাথিলকাকে বোল্ড করে জুটি ভাঙেন তাসকিন।
৩ বল পরেই তিনি তুলে নেন পাথুম নিশাঙ্কাকে (০)। উইকেটে আসেন কুসাল মেন্ডিস। দুই কুসাল মিলে উপহার দেন ৬৯ রানের তৃতীয় উইকেট জুটি।
এই দুজনের জুটি যখন বাংলাদেশের ওপর চাপ সৃষ্টি করছিল, তখন ফের মঞ্চে আবির্ভাব তাসকিন আহমেদের। তার বলে তামিম ইকবালের তালুবন্দি হয়ে যান কুসাল মেন্ডিস (২২)।
নতুন আসা ধনাঞ্জয়া ডি সিভলাকেও ১ রানে তাসকিন এলবিডাব্লিউ করেছিলেন। তবে রিভিউ নিয়ে বেঁচে যান ধনাঞ্জয়া। এরপর মুস্তাফিজের বলে সেঞ্চুরির দ্বারপ্রান্তে থাকা কুসাল পেরেরা ক্যাচ ছাড়েন মাহমুদউল্লাহ রিয়াদ। পরের বলেই ১ রান নিয়ে ক্যারিয়ারের ৬ নম্বর সেঞ্চুরি তুলে নেন পেরেরা। এজন্য তিনি সময় নিয়েছেন ৯৯ বল, হাঁকিয়েছেন ১০টি চার এবং ১টি ছক্কা।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত লঙ্কানদের সংগ্রহ ৪৫ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ২৪৭ রান……
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।