টি-টোয়েন্টির ৫ হাজারি ক্লাবে মাহমুদউল্লাহ রিয়াদ

স্পোর্টস ডেস্ক: কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে আজ মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) দুর্দান্ত এক ইনিংস খেলেছেন মিনিস্টার গ্রুপ ঢাকার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। ৪১ বলে ৭০ রানের এই ইনিংস খেলার পথে তামিম ইকবাল ও সাকিব আল হাসানের পর তৃতীয় বাংলাদেশি ব্যাটার হিসেবে টি-টোয়েন্টিতে পাঁচ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন তিনি।

মঙ্গলবার টসে হেরে প্রথমে ব্যাট করে ১৮১ রান সংগ্রহ করে ঢাকা। দলীয় ৫৫ রানে দুই উইকেট হারানোর পর ক্রিজে নামেন মাহমুদউল্লাহ।

তবে ঢাকার অধিনায়ক ক্রিজে থিতু হতেই বিদায় নেন ৩৫ বলে ৪৬ রান করা তামিম। তামিমের বিদায়ের পর ধীরে ধীরে চড়াও হন রিয়াদ। শেষ পর্যন্ত ৪১ বলে ৭০ রান করে অপরাজিত থাকেন রিয়াদ। এই ইনিংস খেলার পথে রিয়াদ হাঁকান ৩টি চার ও ৪টি ছক্কা। টি-টোয়েন্টিতে রিয়াদের রানসংখ্যা এখন ৫০৪৫।

টি-টোয়েন্টিতে ৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করার পাশাপাশি তামিম ও মুশফিকুর রহিমের পর তৃতীয় ব্যাটার হিসেবে বিপিএলে ২ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন মাহমুদউল্লাহ। ঢাকা দলপতির এমন উজ্জ্বল দিনে ঢাকা পেয়েছে ৫০ রানের বড় জয়।