মাহিকে নিয়ে এবার মুখ খুললেন ইলিয়াস কাঞ্চন

মাহিকে নিয়ে এবার মুখ খুললেন ইলিয়াস কাঞ্চন

মাহিকে নিয়ে যা বললেন ইলিয়াস কাঞ্চন

বিনোদন ডেস্ক : সম্প্রতি ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রে প্তা র হন চিত্রনায়িকা মাহিয়া মাহি। গ্রে প্তা রে র পর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

মাহিকে নিয়ে এবার মুখ খুললেন ইলিয়াস কাঞ্চন

নয় মাসের অন্তঃসত্ত্বা মাহিকে গ্রে প্তা রের সময় ক্ষুব্ধ হয়েছিলেন বিনোদন অঙ্গনের অনেকে। এ বিষয়টি নিয়ে এবার মুখ খুললেন ইলিয়াস কাঞ্চন। একুশে পদকপ্রাপ্ত অভিনয়শিল্পী বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।

সেখান থেকে সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘এখানে আমার স্ত্রী ও ছেলের সঙ্গে আছি। তারাও দেখেছে পুরো ঘটনা। তারা বলল, মাহি যে রকমই হোক, সে তো একজন শিল্পী। তাকে এয়ারপোর্ট থেকে এভাবে আটক করতে হবে! সে তো বিশাল বড় কোনো একজন কিলারও নয়। তাকে যদি আটক করতেই হয়, বাসা থেকেও তো করা যেত। এয়ারপোর্টে নামার সঙ্গে সঙ্গে যেভাবে আটক করা হলো, তাতে মনে হয়েছে, দেশের মধ্যে কোনো ডন আসছে। তাকে এয়ারপোর্ট থেকে আটক না করলে, সে পালিয়ে যাবে।’

তিনি আরও বলেন, ‘সংস্কৃতি জগতের সবারই ভাবমূর্তির বিষয় আছে। সেগুলো তো অবশ্যই মাথায় রাখা উচিত ছিল ওই পুলিশ কর্মকর্তার। কাজটা এ রকমভাবে করা উচিত হয়নি। যেভাবে এয়ারপোর্ট থেকে আটক করা হলো, কয়েক ঘণ্টা পর আবার ছেড়েও দিল। তাহলে বিশাল ক্রিমিনালকে যেভাবে ট্রিট করে, একজন শিল্পীকে নিয়ে সে কাজটা কেন করল! এই কাজ করে ওই পুলিশ কর্মকর্তা শুধু ক্ষমতা প্রদর্শন করলেন, তা তো নয়, আমাদের চলচ্চিত্রের জন্য ক্ষতিকর কাজটিই তিনি করলেন। সর্বজন পরিচিত চলচ্চিত্রের একজন শিল্পীকে এভাবে অ্যারেস্ট করা মোটেও ঠিক হয়নি। তাকে এভাবে অ্যারেস্ট করাটা তার ইমেজ ক্ষুণ্ন করা, শিল্পীদের ইমেজ ক্ষুণ্ন করা এবং ব্যবসায়িকভাবে চলচ্চিত্রের জন্য ক্ষতি করা।’

প্রসঙ্গত, শনিবার (১৮ মার্চ) দুপুরে গাজীপুর মহানগর ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হোসেনের আদালতে হাজির করে মাহির সাত দিনের রিমান্ড চায় পুলিশ। শুনানি শেষে বিচারক জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর কয়েক ঘণ্টা পর ছেড়ে দেওয়া হয় মাহিকে।

রোমান্সে পরিপূর্ণ এই ওয়েব সিরিজ, ভুলেও পরিবারের সামনে দেখবেন না