স্পোর্টস ডেস্ক : মাহিরা শর্মার প্রেমে কি হাবুডুবু মহম্মদ সিরাজ? সম্প্রতি মুম্বইয়ে কান পাতলেই শোনা যাচ্ছিল অভিনেত্রী মাহিরা শর্মার পড়েছেন সিরাজ। প্রেমের আগুন নাকি জ্বলেছে মাহিরার মনেও। তাঁরা কি ডেট করছেন? সোশাল মিডিয়ায় এই নিয়ে রীতিমতো গুঞ্জন।
মাহিরা তাঁর ইনস্টাগ্রামে লেখেন, ‘গুজব ছড়ানো বন্ধ করুন। আমি কারও সঙ্গেই ডেট করছি না।’ বলিউডে সদ্য পা দেওয়া এই অভিনেত্রীর পোস্ট সিরাজের পোস্টের ঠিক পরেই। সিরাজ লেখেন, ‘পাপারাজ্জিদের বলব আমার ব্যক্তিগত জীবন নিয়ে অহেতুক কৌতূহল দেখানো বন্ধ করুন। সম্পূর্ণ অসত্য এবং ভিত্তিহীন এসব। এখানেই জল্পনার অবসান হোক।’ যদিও পরে সেই পোস্ট মুছে ফেলেন সিরাজ। তাই সিরাজ-মাহিরা সম্পর্ক নিয়ে গুঞ্জন শেষ হয়েও হল না শেষ।
‘নাগিন’ ধারাবাহিকে নজর কেড়েছিলেন এই মাহিরা। এর পর ‘কুণ্ডলী ভাগ্য’, ‘বেপনাহ প্যায়ার’ ধারাবাহিকে দর্শকদের মন কেড়ে নেন। বিগ বস-এর ঘরের অন্দরে দারুণ খেলে চমকে দিয়েছিলেন সবাইকে। তারপর থেকেই মাহিরা বেশ জনপ্রিয় বিটাউনে। এমনকী, সোশাল মিডিয়াতেও বেশ অ্যাকটিভ তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।