জুমবাংলা ডেস্ক: প্রায়ই বিভিন্ন কারণে আমাদের মাড়ি থেকে রক্ত পড়ে। অনেকের ছোটবেলা থেকেই এ সমস্যা লেগে থাকে। ডাক্তারের কাছে চিকিৎসা নেওয়ার পরও অনেক ক্ষেত্রে এ সমস্যার পুরোপুরি সমাধান হয় না। তাই আপনাদের জন্য আজ কিছু বেসিক টিপস নিয়ে আসলাম যা থেকে আপনি জানতে পারবেন নিজের একটু প্রচেষ্টায় কীভাবে এ সমস্যার সমাধান করা যায়। রক্ত পড়া বন্ধ করতে যা করতে হবে তা নিচে তুলে ধরা হলো।
নিয়মিত শাক-সবজি ও ফলমূল খেতে হবে
সুস্থ মাড়ি পেতে প্রচুর পরিমাণ তাজা শাকসবজি এবং ফল রাখুন আপনার খাদ্য তালিকায়। কারণ এতে আপনার শরীরের ভিটামিনের অভাব দূর হবে। কাঁচা সবজি এবং ফল চিবিয়ে খেলে মাড়ির রক্ত চলাচল বেড়ে যায় ফলে এটি রক্তক্ষরণ কমিয়ে দেয়।
সঙ্গে রাখুন লবঙ্গ
লবঙ্গ মাড়ির প্রদাহ কমিয়ে রক্ত পড়া বন্ধ করতে সহায়তা করে। অল্প পরিমাণ লবঙ্গের তেল অথবা পাউডার নিয়ে মাড়িতে হালকাভাবে ম্যাসাজ করুন অথবা ১-২টি লবঙ্গ চিবিয়ে খেয়ে নিন। এতে হালকা জ্বালা ভাব অনুভব হলেও এটি আপনার মাড়ির প্রদাহ কমিয়ে ফেলবে।
নিয়মিত দুধ পান করুন
দুধে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম থাকে যা আপনার মাড়িকে শক্ত করে থাকে। এতে চর্বিও থাকে। আপনি যখন দুধ পান করেন তখন এর চর্বি আপনার মাড়িতে লেগে থাকতে পারে এবং এটি মাড়ির জন্য মোটেই ভালো না। তাই দুধ পান করার পর অবশ্যই ব্রাশ করে নিন।
ব্যবহার করুন অ্যালোভেরা
অল্প পরিমাণ অ্যালোভেরা পাল্প নিয়ে মাড়িতে ম্যাসাজ করুন এতে রক্ত পড়া কমে যাবে।
নিয়মিত লবণপানি দিয়ে কুলকুচি করুন
এক গ্লাস কুসুম গরম পানিতে এক চিমটি লবণ নিয়ে দিনে ৩ বার কুলকুচি করুন।
বেকিং সোডার ব্যবহার
আপনার টুথব্রাশটি বেকিং সোডার পাউডারে একবার মেখে নিন এবং ব্রাশ করুন। আপনি চাইলে পেস্টের সঙ্গে মিশিয়ে নিতে পারেন।
ভিটামিন সি সমৃদ্ধ খাবার খাবেন নিয়মিত
ভিটামিন সি- এর অভাবে মুখে ঘা হয়। তাই প্রচুর পরিমাণে ভিটামিন সি যুক্ত খাবার খেতে হবে। যেমন কমলা, লেবু, পেয়ারা, আমলকি ইত্যাদি।
৮. মধু ও রসুন মহৌষধ
বহুগুণী মধু খুব শক্তিশালী অ্যান্টিব্যাক্টেরিয়াল টনিক। মধুর সঙ্গে একটি রসুনের কোয়া নিয়ে এর অর্ধেক পরিমাণ নিন এবং এক টেবিল চামচ মধু একসঙ্গে মিশিয়ে মাড়িতে ম্যাসাজ করুন।
৯. আদা খান নিয়মিত
বহুগুণী আদা মুখের সুস্থতায় অনেক উপকারী। আদা চায়ের অনেক স্বাস্থ্যসুবিধা রয়েছে। খালি আদার টুকরোও খেতে পারেন।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel