জুমবাংলা ডেস্ক : দাম্পত্য কলহের জেরে দুই সন্তানকে খাবারের সঙ্গে বিষ মিশিয়ে খাওয়ানোর পর নিজেও বিষপানে আত্মহ*ত্যার চেষ্টা করেছেন ঠাকুরগাঁওয়ের এক নারী। এতে তিনি মারা না গেলেও মৃত্যু হয়েছে ১৮ মাস বয়সী শিশু সন্তান নুরজামালের।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার রুহিয়া থানার ঘনি মহেষপুর গ্রামে এ ঘটনা ঘটে।
শেষ খবর পাওয়া পর্যন্ত নুরবানু আক্তার (৩৫) নামের ওই নারী ও তার ছয় বছর বয়সী সন্তান শাম্মী আক্তার ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।
হাসপাতালের জরুরি বিভাগের ডা. সালমা সুলতানা জানান, তাদের দুইজনের অবস্থাই আশংকাজনক। আর হাসপাতালে পৌঁছার আগেই মারা গেছে ১৮ মাসের শিশু নুরজামাল ।
ওই নারীর স্বামী সেলিম উদ্দীন জানান, প্রতিদিনের মতো সকালে কাজের সন্ধানে বাড়ি থেকে বের হয়ে যান তিনি। কিছুক্ষণ পর তার স্ত্রী দুই সন্তানকে বিষ খাইয়ে নিজেও বিষ খেয়েছেন এমন খবর পেয়ে ফিরে এসে তিনজনকেই ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান।
এ বিষয়ে রুহিয়া থানার ওসি প্রদীপ কুমার রায় মুঠোফোনে জানান, দাম্পত্য কলহের জেরে দুই সন্তানের মুখে বিষ দিয়ে আত্মহ*ত্যার চেষ্টা করেছেন ওই নারী। প্রাথমিকভাবে এমনটা ধারণা করছে পুলিশ। ঘটনার তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।