Advertisement
‘আমি বাঁচতে চাই না। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। মা আমাকে ক্ষমা করে দিও,’ সিলেটে মায়ের কাছে ক্ষমা চেয়ে এই চিরকুট লেখে আত্মহত্যা করেছে এক যুবক। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) এই ঘটনা ঘটেছে সিলেট শহরে। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন কোতোয়ালী থানার ওসি সেলিম মিয়া।
জানা যায়, যুবকের মা আয়ার কাজ করেন ক্লিনিকে। তিনি সেদিন বাসায় ফিরে দেখেন দরজা বন্ধ। অনেকক্ষণ ডাকাডাকির পরও কেউ সাড়া না দেয়ায় প্রতিবেশিদের সহায়তায় দরজা ভেঙ্গে ভেতরে ঢুকে দেখেন ফাঁসে ঝুলন্ত ছেলের লাশ। পরে প্রতিবেশিরা থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।